![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
কালাজ্বরে আক্রান্ত হয়ে কাটিয়েছি ভরদুপুর। কেউ দেখতে আসেনি-কেউ
বুলিয়ে দেয়নি মাথায় হাত।যে রোদ আমার পশমে লেপ্টে থেকে যোগাতো
আমিষ, সে-ও পালন করেছে বিরহ পার্বণ। আর আমি সর্বহারা সমুদ্রের
কাছে হাত পেতে চেয়েছি একটু আশ্রয়।ছায়ার কিনারে, জীবনের জলসিথান।
মাথার নীচ থেকে আশ্রয় সরে গেলে, কিংবা পায়ের তলা থেকে মাটি-
মানুষের খুব বেশি মনে পড়ে অতীতের ভুলচুক। বিগত প্রেমিকার স্মৃতি,
আর সমবায়ী আকাশের কান্না এসে ভর করে সমগ্র আখ্যানের ভেতর,
যা কিছু লিখিত ছিল না-এমন কথাও কলমের কালিতে ঝরার উৎসাহ দেখায়।
আমি ঝরাসন্ধ্যার কিনারে বসে আমার সিথানের ছায়াগুলো পুনরায়
প্রত্যক্ষ করেছি। যারা ফেলে গিয়েছিল, তাদের প্রতি কোনো অনুযোগ
না দেখিয়েই আমি লিখেছি আমার সবক'টি প্রেমপদ্য। কোনো আবৃত্তিকার
কোনোদিনই এর নেপথ্যচিত্র জানতে চাইবে না জেনেও, জীবনকে বলেছি
তুমিই বন্ধু হয়ে থাকো। এই সয়াল সংসারে একাকী দহনের চেয়ে
বিকল্প কোনো বিলাসিতা কোনো কালেই ছিল না- হে পোষা পাখি !
২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
মামুন রশিদ বলেছেন: দারুন লাগলো মুক্তগদ্য ।
৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪
আহমেদ জী এস বলেছেন: ফকির ইলিয়াস,
জীবনকে বলেছি
তুমিই বন্ধু হয়ে থাকো।
(অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।... জেনেও মন্তব্যের খাতিরে লাইন দু'টো তুলে দিলুম ।)
আসলেই জীবনের চেয়ে ভালো এবং বিশ্বস্ত বন্ধু আর নেই ।
জীবনের জলসিথানখানি যতন করে এগিয়ে দেবে শুধু " জীবন"ই ।
ভালো থাকুন ।
৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপনার লেখা আগে পড়া হয়েছে কিনা আমি জানিনা।
মুগ্ধ পাঠ!
৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪১
সোমহেপি বলেছেন: প্রশান্তিদায়ক কবিতা।
অনবদ্য
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২
বোকামন বলেছেন:
প্রথম পাঠেই অনেক ভালো লাগলো ! +
সংগ্রহে রাখলুম, সময় করে আবার পড়বো ।