নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস › বিস্তারিত পোস্টঃ

তৃণতারকাগুলো

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০০





আমার বুকের ভেতর যে তৃণতারকাগুলো বসত করে, আমি তাদের

রোদন শুনি মাঝে মাঝে। দেখি কক্ষচ্যুত প্রেম আমাকে পেছনে ফেলে

মিলিয়ে যাচ্ছে অন্য আকাশে। আর আমি কেবল পাহারাদার হয়ে,

তাকাচ্ছি একবার জমিনের দিকে। অন্যবার নীল সাগরের দিকে।



জমিন ও সাগর একসময় আমার খুব প্রতিবেশী ছিল। এখন আমার

খুব কাছেই যেভাবে বসত করেন কবি শহীদ কাদরী, ঠিক সেভাবেই

এই মাটিকন্ঠ আমাকে বলেছিল- তুমি কি নদী ভালোবাসো, হে জলকুমার !



নতুন নামে পরিচিত হয়ে কিছুটা লজ্জাও পেয়েছিলাম। কারণ আমি জানতাম,

কুমারেরা মাটির বাসন বানায়। আর রাজকুমারেরা কখনও জানতে পারে না,

কী হচ্ছে এই মানব রাজ্যে। কীভাবে ক্রান্তিকাল অতিক্রম করছে এই জনপদ।



আমার বুকের ভেতর যে তৃণতারকাগুলো বসত করে,

তাদের কোনো প্রবোধই আমি দিতে পারি না। নিভে গেলে নিশ্চয়ই

বাতির কোনো কদর আর থাকে না যেমন !



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: ১ম আর শেষের দিকে খুব বেশী ভাল লাগল।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কুমারেরা মাটির বাসন বানায়। আর রাজকুমারেরা কখনও জানতে পারে না,

সুন্দর।


ভাল হৈসে ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

বোকামন বলেছেন:
মাটিকন্ঠ আমাকে বলেছিল- তুমি কি নদী ভালোবাসো, হে জলকুমার !

বেশ ভালো লাগলো কবিতাটি ।
এই জনপথে প্রশান্তির শান্তি নেমে আসুক ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.