![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
১
তুলেছি বৃষ্টির ছবি
এ ছবি তোমাকেই দেবো,
দেখে নিও ভেজার প্রকার।
২
বশ্য রোদের মতো এই দুটি হাত
ছড়িয়ে রাখি আজও
যদি কেউ ধরে এসে, বুধের প্রভাত।
৩
চোখের বিশ্বাসগুলো লিপিবদ্ধ করে
অমর চাহনি,
এখনও তুমি আকাশের দিকে তাকাও, জানি।
৪
কষ্ট ও কুয়াশা হাঁটে পাশাপাশি
বিগত পৌষের স্মৃতি মনে করে
আবছা সন্ধ্যায় হারায় কাছের পাখিরা।
৫
রেখে দিও এই রঙিলা রুমাল
যেখানে আছে আমার ঘামচিহ্ন,
আর সম্পূরক জলের বিকাল।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০
স্বপ্নবাজ অভি বলেছেন: রেখে দিও এই রঙিলা রুমাল
যেখানে আছে আমার ঘামচিহ্ন,
আর সম্পূরক জলের বিকাল।
খুব সুন্দর !
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫
সুমন কর বলেছেন: চমৎকার !!