![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
দাগ দেখে আগের মতোই সনাক্ত করতে পারি জন্মের আবাস। কিছু ভুলতৃণ
ঢেকে দিয়েছে যে ভগ্নাংশ, সেই নদীভাঙনের রাতকেও ধরে রাখি বুকের আঁচলে।
আর বলি,
চুম্বনের কামাংশ হয়েই থাক এই মরুচিহ্ন, এই প্রণীত প্রান্তর।
প্রণয়নের বীরত্ব আমার একার নয়। কিংবা আমি একা নই, এই
সমুদ্ররেখাগুলোকে জোড়া লাগাবার অংশীদার। একদা যে হ্রদে ভালাবাসার
মৃদু ঢেউ ছিল - সেই সুনিবীড় ঢেউছায়ায় গড়ে উঠেছিল পাখিদের প্রেমখতিয়ান।
আমি আজ কোনো অতীত তত্ত্বতালাশে যাবো না। আবার হাত ধরবো বলে,
যে চাঁদকে সাক্ষী মেনেছি - তার কাছেই পৌঁছে দেবো প্রণীত জলের রুহানী।
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬
একজন সৈকত বলেছেন:
"আমি আজ কোনো অতীত তত্ত্বতালাশে যাবো না। আবার হাত ধরবো বলে,
যে চাঁদকে সাক্ষী মেনেছি - তার কাছেই পৌঁছে দেবো প্রণীত জলের রুহানী।"
চমৎকার!
ভালো থাকুন-
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল।