![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
আরেকটি পোশাক পরিয়ে দিতে থাকি হিমকন্যার গায়ে। জমে থাকা হিমালয়ের মতো
বিচূর্ণ হয়ে আছে এই নিউইয়র্ক নগরী।দেখেছি এর আগেও সহবাসের দীর্ঘশ্বাসগুলো
কত মায়ায় মিতালী গড়ে চাঁদের সাথে। কত দরদ নিয়ে ইষ্ট রিভারের পারে জাগে
সূর্য।আমি যাযাবর সূর্যের সাথে হাঁটতে হাঁটতেই একদিন পালন করেছিলাম ভালোবাসা
দিবস। আর প্রকৃতিকে বলেছিলাম, তুমিও পালন করো ধারাবাহিক ছুটিতালিকা।একটি
জীবনে অবসরের প্রয়োজন হয় খুব।প্রত্যন্ত বরফেরা আমার কথা মন দিয়ে শোনে।
রোদের হাসি এসে ভুলিয়ে দেয় দুঃখ, জলবীজে মিশে ছায়া-প্রেমের,নিভৃতে-সংগোপনে ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ ভালো লাগলো।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
মামুন রশিদ বলেছেন: চমৎকার!
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
সকাল রয় বলেছেন:
কবি অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালোবাসা নিয়ে অল্প কথায় গল্প লিখেছেন ভালো লাগলো।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি যাযাবর সূর্যের সাথে হাঁটতে হাঁটতেই একদিন পালন করেছিলাম ভালোবাসা
দিবস। আর প্রকৃতিকে বলেছিলাম, তুমিও পালন করো ধারাবাহিক ছুটিতালিকা।
ভালো লাগলো ইলিয়াস ভাই। শুভেচ্ছা।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৩
শামীম সুজায়েত বলেছেন: সত্যি অসাধারণ।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২
ফকির ইলিয়াস বলেছেন: সবাইকে অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: বেশ ভালো লাগলো।