![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
আমি দূরে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখি। পাখি ও প্রত্যুষের ঝগড়া। বন ও বাদামের
ঝগড়া। ঘর ও গন্তব্যের ঝগড়া। কিছু পাপড়ি ভেসে যাচ্ছে নদীতে। গঙ্গাস্নানে এসেছে
যেসব রমণী, তারা স্পর্শ করছে চাইছে সেই পাপড়ির রঙ। জন্মদাগ বুকে নিয়ে এই
দেশ ত্যাগ করে কিছু মেঘ উড়ে যাচ্ছে অন্য দেশে। ওরাও ঝগড়া করছে আকাশের
সাথে। বলছে- যাবার আগে আমরাও পদছাপ রেখে যেতে চাই।আমি পুনরায় সংরক্ষিত
ছাপবিজ্ঞান থেকে এই ছাপরহস্যটুকু তালাশ করি। কেন সব কিছুই প্রকাশিত হবে,
কিংবা কেন সকল প্রশ্নই খুঁজে পাবে উত্তর- এমন ভাবনাবীজে আমি অংকুরিত হই।
অনেক কিছুই থেকে যাবে অপ্রকাশিত, বলে যে প্রাক্তন প্রেমিকা আমাকে নিশ্চয়তা
দিয়েছিল, তার কথা মনে পড়ে। জমাট বরফে শাবল চালাতে চালাতে পেছন ফিরে
দেখি ভাঙনের চিহ্নগুলো তৈরি করেছে বেশ কিছু জাগৃতির ম্যুরাল।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৮
পাঠক১৯৭১ বলেছেন: সাক্ষী গোপাল?
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৭
সুমন কর বলেছেন: ভাল লাগল