![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
কিছুটা বিরক্ত হয়ে ফিরে যায় রক্ত বিক্রেতা।আজ কোনো খদ্দের নেই দেখে
নিভে যায় গণিকালয়ের আলো। এখানে কী কোনো মোমবাতি জ্বলেছিল
কোনোদিন! আড়ষ্ট বুলি আওড়াতে আওড়াতে পাশ দিয়ে হেঁটে যায় একজন
পুরনো কাগজ কুড়োনি।মেরুদন্ডে প্রচণ্ড ব্যথা নিয়ে যে আমি, পা ফেলতে
ভুলে গিয়েছিলাম— সেই আমারও আবার হাঁটতে ইচ্ছে করে।
এর আগেও চিকিৎসার চৈতন্য খুঁজে আমি বহুবার অতিক্রম করেছি
হাসপাতালের বারান্দা। লাল টকটকে পানের পিক্ ফেলে আমার কুশল
জিজ্ঞেস করেছিল যে ঝাড়ুবতী— তাকে আজ দেখি না।
হয়তো অন্য কোনো 'শিকার' এর আশায় সে ছুটেছে ভবনের অন্য কোণে।
আমি আবার হাঁটতে চেষ্টা করি। একজন পা রোগ বিশেষজ্ঞ তার প্রাইভেট
ক্লিনিকের কার্ড আমার হাতে ধরিয়ে দিতে দিতে বলেন— 'বিকেলে আমার
চেম্বারে আসতে পারেন'।
আমি বলি— 'আমার যে বেশি টাকাকড়ি নেই ডাক্তার' !
সন্ধ্যার ছায়া নেমেছে আগেই। পেছন ফিরে তাকাতেই দেখি
ঐ গণিকালয়ের মতো, হাসপাতালের আলোগুলোও কে যেন নিভিয়ে দিচ্ছে !
নিউইয়র্ক॥০৪ মে ২০১৪
২| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: পেছন ফিরে তাকাতেই দেখি
ঐ গণিকালয়ের মতো, হাসপাতালের আলোগুলোও কে যেন নিভিয়ে দিচ্ছে ! - - সুন্দর!
৩| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
প্রোফেসর শঙ্কু বলেছেন: শেষ লাইনটায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৭
অন্ধবিন্দু বলেছেন:
ফকির ইলিয়াস,
হাসপাতালের আলোয় চেম্বার জ্বালিয়েছেন !