![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে একটুকরো মেঘ,
আমাকে গুম করে ফেলতে চাইছে মৃত নদীর চর
যে চরে একদিন জন্মেছিল সবুজ ঘাস— যে তীরে একদিন
উড়েছিল হলদেপাখি,তারাও আজ ছাড়ছে বিষাদ-নিঃশ্বাস।
যে মানুষ একদিন রাখলের বেশে এই নদীপাড়েই বাজাতো বাঁশি
তার রুদ্ধকন্ঠ দেখে ভয় হচ্ছে আমারও,
এই ভূখণ্ডে— মানুষ কীভাবে করবে উন্নত চিত্তের আবাদ !
চারপাশে ক্রমশঃ পুরু হচ্ছে রাজনৈতিক বর্জ্য ও বিবাদ
বেদনার চুল্লি থেকে নির্গত হচ্ছে যে ধোঁয়া
তা ছাই করে দিচ্ছে প্রজন্মের পাঁজর—
ঝলসে যাওয়া হাড় দেখে,শোক প্রকাশ করছে
কয়েকজন সারমেয় বিবৃতিবাজ,
আর সেই ছবিগুলো মিডিয়ায় প্রকাশ করে কিছু তথ্যব্যবসায়ী—
দেখাতে চাইছে নিজেদের কৃতিত্ব !
আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে জং ধরা সূর্যরেখা
আমি এখন আর কিছুই দেখতে পাচ্ছি না
অন্ধ হয়ে যাচ্ছি,
অন্ধ হয়ে যাচ্ছি,
অন্ধ হয়ে যাচ্ছি,
অপহরণের আগে— একমুঠো মাটি স্পর্শ করার
সুযোগও আমাকে দেবে না পালিত দুর্বৃত্তরা !
** নিউইয়র্ক॥ ৬ মে ২০১৪, দুপুর ১:১৪ **
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: এই ভূখণ্ডে— মানুষ কীভাবে করবে উন্নত চিত্তের আবাদ !
হতাশা, কবি?