![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
যে সমুদ্রের কাছে গিয়ে বিলীন হয়ে যায় আমার সকল বাধ্যবাধকতা,
যে সূর্য প্রতিটি ভোরে আমার জন্য লিখে রাখে বিনম্র কবিতাগুচ্ছ
আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই দেখি,
দুটি হাত ডাকছে আমাকে,
'খোকা আয়, কাছে আয়
আর কতো,পথের পরবাস !'
পথেই হারিয়ে গেছে আমার পথ। আর স্বপ্নগুলো নিরুদ্দেশ
হয়ে গেছে সেই কবে, তবুও মোহের শঙ্খ বাজাতে বাজাতে
আমি খুঁজেছি জলের ভবিষ্যত আর অশ্রুর আগামী।
শীঘ্রই ফিরে আসবো বলে যে অঙ্গীকার মাকে দিয়েছিলাম
- তা রাখতে পারিনি। পারিনি অনেক কিছুই,
হিসেবের খাতা ইষ্ট রিভারে ছুঁড়ে ফেলে,
যোগ দিয়েছি মধ্যজুনের ম্যারাথনে। আর বলেছি
আমি কোনোকালেই অংকবিদ্যার ছাত্র ছিলাম না।
মা আমাকে বার বারই ক্ষমা করে দিয়েছেন।
আর বলেছেন- 'যোগ বিয়োগ তোমাকে করতে হবে না খোকা!
তুমি ফিরে এসো।
যে মাটি আমি আঁকড়ে রেখেছি- তা গ্রহণ করো, আর সেই
চিহ্নসমূহ, জারুল গাছের ছায়ায় মিশে যাওয়া
সেইসব মার্বেলসন্ধ্যার আলো ..........
২| ১১ ই মে, ২০১৪ সকাল ৯:৩৮
আজীব ০০৭ বলেছেন: পৃথিবীর সব মা কে গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানাই।
৩| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:৪৯
বকুল০৮ বলেছেন: অনেক ভালো লাগা!
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৪ সকাল ৯:৩৭
ফকির ইলিয়াস বলেছেন: https://www.youtube.com/watch?v=_ysGFbg0vVc
এই কবিতাটির আবৃত্তি এখানে শুনুন। আবৃত্তি করেছেন- আতিক রহমান, অষ্ট্রেলিয়া।