![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
সখী চেয়ে দেখ গো ঈশানপুরে
কে বাঁশি বাজায়।
সুরমার জলে, ধ্বনি তুলে আমায় রাখে অপেক্ষায় ।।
১।
এমন রোদেলা দুপুরে
শোকের অশ্রু কোথায় ঝরে গো
বিষাদ রাগে ফুঁকে বাঁশি
কোন যে শ্যাম-কালিয়ায় । ঈশানপুরে..........
২।
আমি কি তার রাধা ছিলাম
ভুবন ঘুরে কোথায় এলাম গো
পূর্ব জনমের সে স্মৃতি
এখনও আমায় কাঁদায় । ঈশানপুরে..........
৩।
যে জীবনে দু'খ থাকে না
অর্থ থেকে যায় অজানা গো
বেদনার বিশুদ্ধ অনল
আত্মাকে ফুলে সাজায় । ঈশানপুরে..........
৪।
আবার যদি ভবে ফিরি
হতে চাই তার সহচরী গো
ফকির ইলিয়াস বিনয় ভরে
এই মিনতি জানিয়ে যায় । ঈশানপুরে..........
২| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৪২
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: তাই বোধ করি রবি ঠাকুর লিখেছেন;
হতাশ হোয়ো না, হোয়ো না,
হোয়ো না, সখা।
নিজেরে ভুলায়ে লোয়ো না, লোয়ো না
আঁধার গুহাতলে।
হবে সখা, হবে তব হবে জয়--
নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়।
হে প্রেমিকতাপস, নিঃশেষে আত্ম-আহুতি
ফলিবে চরম ফলে॥
৩| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১১
মামুন রশিদ বলেছেন: সুরমা- এ এক আশ্চর্য্য নদী বটে! সকল বিরহীর আকুলতা বুকে নিয়ে বয়ে যায় নিরবধি । এর কুলে বসে হাছন রাজা আল্লাহ প্রেমে মজেন, রাধারমন কৃষ্ণ ভজেন । যুগ যুগ এর কুলে বিরহী বাউলের মাতম চলে ।
ভালো লেগেছে আপনার লেখা বাউল গান । ভালো থাকবেন ।
৪| ১৯ শে মে, ২০১৪ রাত ১০:০৫
অন্ধবিন্দু বলেছেন:
সুন্দর লিখেছেন, ইলিয়াস।
ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগছে কিন্তু