![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
ভেতরে কোনো চিঠি নেই। খামটি খোলা।
আমি খোলা রেখে যে জানালা- ঘুমিয়ে পড়েছিলাম,
তা কখন জানি বন্ধ হয়ে গেছে। কে বন্ধ করেছে
এই শব্দের বাতায়ন ! কে হাত বুলিয়েছে এই বর্ণবীজে!
আমার পত্রমিতারা চিঠিহীন খোলাখাম আমাকে প্রায়ই পাঠাতো।
ওই খামের গায়ে তাদের যে হস্তছাপ লেগে থাকতো—
তা ছিল আমার কাছে অক্ষর।
ওই খামের দৈর্ঘ্য-প্রস্থ আমার কাছে যে হাওয়া বয়ে আনতো—
তা ছিল আমার কাছে নিঃশ্বাস।
আমি সুরমা নদীর তীরে অভিলাষী প্রশ্বাস নিতে নিতে
ঢেউসমগ্রে পাঠ করতাম— আমার প্রতি মেঘের মানপত্র।
স্রোতগুলো সমস্বরে বলতো, তুমি কবি হও
আমরা তোমাকে দেবো আরও কিছু শব্দ,আজীবন ঋণ ।
[ নিউইয়র্ক ॥ ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার ভোররাত- ১২:১২ ]
২| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৩
বকুল০৮ বলেছেন:
আপনার কবিতা সবসময়ই অনেক ভালো লাগে- এটিও ব্যতিক্রম নয়।
অনেক চমৎকার একটি কবিতা!
৩| ১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
সুমন কর বলেছেন: ভাল লাগল।
৪| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য , উপমা মুগ্ধ করেছে !
৫| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমরা তোমাকে দেবো আরও কিছু শব্দ,আজীবন ঋণ
৬| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:১২
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার।
৭| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৭
ফকির ইলিয়াস বলেছেন: ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২১
বোকামানুষ বলেছেন: ভাল লাগলো