নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস › বিস্তারিত পোস্টঃ

একদিন ঘাতকরাও

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৯





একদিন ঘাতকরাও কবি হয়ে ছিনিয়ে নিতে চাইবে আমার কলম। একদিন

সকল নপুংশক জড়ো হয়ে পরখ করতে চাইবে সাহসী পুরুষদের বীর্য,

আর সেইসব পুরুষেরা শেয়ালের মতো লেজ গুটিয়ে পালাবে—

অথবা চাইবে দ্বীপান্তর !



অন্যায়ের কাছে পরাজয়ের চেয়ে মৃত্যুই শ্রেয়। চে গুয়ে ভারা, প্রভাকরণ

কিংবা কর্নেল তাহেরের মতো যাঁরা এর আগে এঁকেছিল রাঙা ভোর,

আমি এই বিশ্বে এখনও তাঁদের পদরেখা দেখি। মানবপাঁজরে লুকিয়ে থাকা

রক্তরাগ দিয়ে পুষ্প সাজিয়ে যে চিত্রশিল্পী আঁকেন সমুদ্রের ছবি,

আমি তার তুলিতে দেখি দ্রোহের সিম্ফনি। আমি জানি—

বিদ্রোহ মানুষকে নিয়ে যায় একান্তই মুক্তির কিনারে।



একদিন ঘাতকরা গাজা থেকে সরে এসে পৃথিবীর তাবৎ মুক্তিকামী

শিশুর গলা চেপে ধরবে ! একদিন ওরা কেড়ে নেবে বিশ্বের সকল

কবির কলম !

প্রিয় রাষ্ট্রশাসকেরা—

আমি জানতে চাইছি, তখন আপনারা কীভাবে তাদের দমন করবেন ?



[ নিউইয়র্ক ॥ ০৪ আগস্ট ২০১৪ সোমবার ]

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

অনবদ্য +++

২| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৯

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: দারুন লিখেছেন!

৩| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩১

আহসানের ব্লগ বলেছেন: ছবিটা তো ওয়াও।

৪| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩১

লেখোয়াড় বলেছেন:
"বিদ্রোহ মানুষকে নিয়ে যায় একান্তই মুক্তির কিনারে।"

........... চিরন্তন সত্যি কথা বলেছেন। ইতিহাস সেটাই করে।

সমগ্র কবিতাটি অসাধারণ।

৫| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: টনটনে একটা কবিতা /:)

৬| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। আরও বিদ্রোহ নামুক।

৭| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চে গুয়ে ভারা, প্রভাকরণ কিংবা কর্নেল তাহেরের মতো যাঁরা
এর আগে এঁকেছিল রাঙা ভোর,
আমি এই বিশ্বে এখনও তাঁদের পদরেখা দেখি।

অনেক অনেক ভালোলাগা !!

৮| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
স্যালুট কবি।

৯| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

অতঃপর জাহিদ বলেছেন: সে দিন ঘাতকেরাই হবে কবি!

১০| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৩

ফকির ইলিয়াস বলেছেন: পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫

বকুল০৮ বলেছেন:
অসাধারন!
অনেক ভালো লাগা-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.