![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
অকবিতাগুলো ॥ ফকির ইলিয়াস
_________________________________
১
অর্ধেক নিভেছে আলো। বাকি অর্ধেক-চলে যাবে উইপোকাদের দখলে
আর যারা সারিন্দা বাজাবার জন্য সেজেছিল মৌসুমি বাদক, এরা সবাই
পেছন দরোজা দিয়ে পস্তাতে পস্তাতে পালাবে,
বলবে আমারাও তো কবি ছিলাম- কবি !
কই ডাকলো না কেউ আমাদের, পঠনের শেষ মহড়ায়
প্রতিবেদন দেখে সম্পাদকও বলবেন- এমন
নাগিনীও এই শহরে ছিল, তা তো কেউ বলেনি আগে
হায় !
শবদেহ রেখে তাই বুঝি বাহকেরা দূরে সরে যায় !
২১ সেপ্টেম্বর ২০১৪ / নিউইয়র্ক
২
আমি দিব্যি কাটি জলের সাথে।আর বৃক্ষকে বলি
সহযাত্রী হও হে স্বজন। অনেক দূরে যাবো।নশ্বর
সূর্যকে দেখাবো আমার প্রতাপ।যে ভালোবাসা আমি
পথে কুড়িয়ে পেয়েছিলাম, আজ তাকেই ভাসিয়ে দেবো
অনলের সপ্তশিখরে।কেউ দেখবে না জেনেও
ঝাঁপ দেবো জলে, শিখে নিয়ে রক্তরসায়ন।
বিদ্যায় আমার বিশ্বাস নেই জেনেও, যে প্রেমিকা
আমাকে বিদ্যালয়মুখি করেছিল,
আজ তাকেই খুঁজি আবার। আমি ভাঙনগামী পুরুষ,
জেনেও যে রমণীরা আমাকে ছুঁতে চেয়েছিল-
তাদের আবারও বলি
তোমরা কেবল আগুন দেখেছো। আমাকে দেখোনি !
২২ সেপ্টেম্বর ২০১৪/ নিউইয়র্ক
৩
প্রেমিক না হয়েও নদীকে বলা যায়- ভালোবাসি
প্রেম না দিয়েও এই বৃষ্টিকে আঁকড়ে ধরে,
করা যায় স্নান—
এমন তত্ত্বে আমার বিশ্বাস নেই। যে হিজলতলে
দাঁড়িয়ে আমাকে কেউ পরিয়েছিল বালিকাকুসুম,
আমি তার পদরেখার দিকেই তাকিয়ে থেকেছি
আজীবন। নদী ও বৃষ্টি দুজনকেই বলেছি—
পাঁজর খুলে দেখো, পোড়ামাটিতে কেউ বসতি গড়ে না !
২৩ সেপ্টেম্বর ২০১৪ / নিউইয়র্ক
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো তিনটাই ।
শুভেচ্ছা নিবেন
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লাগল কবিতাগুচ্ছ ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৯
অন্ধবিন্দু বলেছেন:
ফকির ইলিয়াস,
কবিতা অকবিতা মইধ্যে পার্থক্যডা কী !