![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
আমি সমুদ্রের কাছে জমা রেখেছি সকল বিশ্বাস। রোদকে
বলেছি, লিখে রাখো সেইসব দুপুরের নাম
যারা তোমাকে দিয়েছিল আশ্রয়।
জন্মসুখে যে মেঘ কেঁদেছে একাকী,
তাকে বলেছি— অভিমান তারই সাজে
যেজন রাগ করতে জানে, যেজন পরতে জানে
চন্দনের বেদনা, পাঠ করে জলকাঠ
মাপতে পারে বক্ষপাতার নীল পরিধি।
তুমি বৃত্তের ব্যাসার্ধে নিজেকে স্থির রাখতে চাওনি।
যে বিহঙ্গকাল এই সমুদ্রকে নোলক পরাতে চেয়েছিল,
ঠিক তার মতোই হতে চেয়েছো অংকনশিল্পী,
এঁকেছো আমারই মুখ, মেঘচন্দনের ঘ্রাণে
পরাধীনতার বিশতম সহস্রসম্ভার ।
২| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৩
একজন সৈকত বলেছেন:
অনেক ভালো লাগলো। বরাবরের মতো।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা , ভাললাগা ।