নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
জন্মের বিধান পড়ে এই নদী চিনেছে সাকিন
আমি তার সাথী হয়ে দিয়েছি তো সেই পথ পাড়ি
তবুও বনের পাখি উড়ে গেছে সব সঙ্গ ছাড়ি
আমি তার অপেক্ষায় থেকে থেকে হয়েছি প্রবীণ !
যুগের লেখক হয়ে যে আকাশ ছায়া পেতে থাকে
তার পাশে তারাগুলো একা হয়ে নগ্ন শরীরে
কী মায়ায় আঁকে মুখ-কররেখা, জলভূমি ঘিরে
ভালোবাসা ভুল নয়, মাটি তাই নাম লিখে রাখে।
আবার ভূমিষ্ট হবো, সমতল মেঘ এলে কাছে
এমন প্রত্যয় নিয়ে গোলাপের একক বাগান
কুঁড়ির আঁচড় দেখে বৃষ্টিও করে জল দান
বাসন্তী রঙের মায়া এভাবেই তরুশাখে নাচে।
যে বিধান ছাপ রাখে মহাকালে, উত্তর সনদে
আমি তার রূপকল্পে মিশে যাই প্রতি পদে পদে।
নিউইয়র্ক॥ ২৫ নভেম্বর ২০১৪ বৃহস্পতিবার
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।+++
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০০
এমএম মিন্টু বলেছেন: বাহ বাহ অসাধারন হয়েছে ভাই কবিতা ।
লেখেচলুন নিরঅন্তর শুভকামনা থাকলো।