![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
বৃষ্টির বিদায়ক্ষণ নিয়ে কোনও কবিতা লিখেছি বলে
মনে পড়ে না। মনে পড়ে না, একাকী ভ্রমণের শেষ
দৃশ্যচিত্র। অথচ পাথরবিদ্যা শিখে আমি অনেক বৃক্ষের বীজে
জমা রেখেছি আমার বেদনা। হাসতে হাসতে যারা বরণ করে
রাজদণ্ড- ঠিক তাদের মতোই, সেরেছি জলভোগ।
একদিন অনাথ হয়ে আমার পাশেই দাঁড়িয়েছিল জলার্থী সকাল।
তাকেও বলেছি- পৃথিবীর সকল দুঃখী সমবেত হ'লে
মাটিও সইতে পারবে না তাদের ভর। তাই-
বরং বিচ্ছিন্ন থাকাই ভাল। জগতে এর আগে যারা ভোগ
করেছিল জলদণ্ড, যারা করেছিল প্রেমের অর্চনা-
ক্রমশঃ খুঁজে খুঁজে তাদের কনিষ্ঠার ছাপ।
:: নিউইয়র্ক ॥ ১৫ জানুয়ারি ২০১৫ ::
২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮
ডি মুন বলেছেন:
++++
ভালো লেগেছে। বিশেষ করে এই লাইনটা
অথচ পাথরবিদ্যা শিখে আমি অনেক বৃক্ষের বীজে
জমা রেখেছি আমার বেদনা। হাসতে হাসতে যারা বরণ করে
রাজদণ্ড- ঠিক তাদের মতোই, সেরেছি জলভোগ।
শুভেচ্ছা রইলো কবি
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!