![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
ঝুলে থাকে অনেক কিছুই।ঝুলে থাকে মেঘ,মুলো।ঝুলে থাকে ঝুলো
ঝুলোর ভেতরের শিরা-উপশিরা। ধমনীর স্পন্দন। কেউ কেউ তা
ছুঁতে গিয়ে ঝুলে যায় নিজেই।সংবাদ শিরোনাম হয়। সিলিং ফ্যানে
ঝুলে থাকার ছবি ছাপা হয় কাগজে। কেউ কেউ বলে- আহা !
খুব সম্ভাবনাময় কবি ছিল সে !
সৃজনশীল ও মননশীল গ্রন্থপরিচয়ের নীচে ঝুলে থাকে ব্রয়লার মুরগীর
বিজ্ঞাপণ। দেশি রুই, মিষ্টি কুমড়া, শিম, গ্রিনফিল্ড ডিম- সবকিছুর
প্রচার প্রবণতা দেখে নবীন কবি ভাবে, গ্রন্থ ও মুরগী একই পাড়ায়
গড়বে বসতি ভবিষ্যত গ্লোবাল খামারে। কবিতা আরও দিগম্বর হবে,
আরও অশ্লীল হয়ে বা'হাত দেখাবে তার ভঙ্গুর ছলাকলা। নপুংশক
সময়ের তাবেদার হয়ে নবীন কবি নিজেই খুব দ্রুত পাবে বহুল
পরিচিতি। দু'একটা পদকও জুটে যাবে তার ঝুলোয়।
আজকাল পদক দাতারাও দিগম্বর কবি খুঁজে বেড়ায় রাস্তায় রাস্তায়।
কর্পোরেট বেনিয়ারা নিয়ন্ত্রণ করে সাহিত্যের তালুক। ভালুকের মতো
কেউ কেউ লাফ দিয়ে বলে- আমাকে চেনো না !আমিই ছিলাম ওই
'সাহিত্যিক নির্বাচক কমিটি'র প্রধান বিচারক।
মূলতঃ যারা ন্যাংটো রাজার মতো কথিত সাহিত্যের মধ্যসড়ক দিয়ে
হাঁটে, অথবা যারা মদে বুদ হয়ে চড়-থাপ্পড় খেয়ে বর্জন করে
প্রাপ্ত পদক- অথচ প্রকাশিত ক্রোড়পত্রে ছাপার অক্ষরে থেকে যায়
তার তোষামোদকারীদের তালিয়া তালিকা। গলায় ঝুলানো থেকে
যায় ক্রেস্ট, পকেটে থেকে যায় প্রাপ্ত নগদ টাকাকড়ি।
এরাই এখন সাহিত্যের বাজারি মধ্যমনি !
অতএব বলি, হে বালক-বালিকা,
হে অনাগত দিনের কবি ও লেখক,
দিগম্বর হও ! বেছে নাও শর্টকাট অথবা বর্জন করো নিজ
পদছাপের পদক। ভাবো- এই পদছাপ তোমার নয়, এই হস্তরেখা
কিংবা ডিএনএ'-র লালা তোমার নয় কিছুই।
অন্য কারও, অন্য কারও !
ন্যুডল্যাণ্ড আমাকে তার বশ্য করতে চেয়েছিল অনেক আগেই।
বলে রাখি-
পারেনি , পারেনি ।
** নিউইয়র্ক ॥ ৩০ জানুয়ারি- ১ ফেব্রুয়ারি, ২০১৫ **
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১০
ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: ন্যুডল্যাণ্ড আমাকে তার বশ্য করতে চেয়েছিল অনেক আগেই।
বলে রাখি-
পারেনি , পারেনি
একজন কবি নিজের সাথে প্রতারণা করতে পারে না।
ভালো লিখেছেন
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪১
অন্ধবিন্দু বলেছেন:
হাহ হাহ হাহ। বিনে পয়সায় কঠিন বিনোদন !