![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
_______________________________________
একসময় থেমে যায় মহৌষধির সকল ক্রিয়া-প্রতিক্রিয়া। অবশিষ্ট ছিল
যে আগুন, তার উষ্ণতাও আর ভেদ করতে পারে না আমার বুকের
আস্তিন। আমি পাথর হতে হতে শিখে যাই, আমার জিভে বেঁচে আছে
যে অক্ষর, যা বলার জন্য আমি এতোকাল উদগ্রীব ছিলাম, তা মুলতঃ
বাহান্নোতে লিখে গেছে অন্য কেউ। উনসত্তরে পথের সাথে মিতালী
গড়তে গড়তে কিছু মানুষ, লাল রঙকেই ভালোবেসে সাজিয়েছে বরণ
উৎসব।আর একাত্তরে বুকের তাজা রক্ত মাটিতে ঢেলে দিতে দিতে
পুরো বাংলাকেই বধ্যভূমি বানিয়েছে তিরিশ লাখ মানুষ বড় আনন্দে।
আমি আনন্দকে ভাগ করে দিতে দিতেই গোণে রেখেছি বাতাসের আয়ু।
আমি দুঃখের অণুকে জমাতে জমাতেই সাজিয়েছি সকল ভালোবাসার স্তর।
মূলতঃ সর্বপ্রকারের অসুখের নামই আনন্দ। সকল প্রকার বিসর্জনের নামই
স্বাধীনতা। আমি সেই স্বাধীনতা ভোগ করতেই প্রভাতফেরিতে প্রথম
নেমেছিলাম বাহাত্তরের এক শিশির-সকালে।একটি দোয়েল ছিল আমার সাথী।
:: নিউইয়র্ক / ২০ ফেব্রুয়ারি ২০১৫ ::
©somewhere in net ltd.