![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
পুনঃপ্রচারিত মধ্যাকর্ষণ
ফকির ইলিয়াস
===================================
স্বাগতিক সন্ধ্যা যখন আমাদের অভ্যর্থনা জানাতে এলো,
তখন পৃথিবী জুড়ে নেমেছে নীল রঙের আভা।কথা ছিল-
লালের ডুবদৃশ্য দেখে আমরা চিনে নেবো একে অপরের মুখ।
সনাতনী সমুদ্রের ঘ্রাণ-
সমৃদ্ধ করেছিল যে পাখিজোড়ার চোখ,
তাদের দিকে তাকিয়ে আমরা শিখে নেবো ভালোবাসার প্রতিপাঠ।
সূর্যাস্ত আমাদের সহায় হয়নি।
এতোদিন আমাদের পায়ে পায়ে লিপিবদ্ধ হয়েছিল যে পথ-
সেই পথও শিখায়'নি গন্তব্যের রহস্যগ্রহ।
তাই কাছাকাছি এসেও ধরতে পারিনি একে অপরের হাত।
ঢেউয়ের সাক্ষাত-
পেয়ে সূর্য ডুবে গেছে ঠিকই।
আমরা ডুবতে পারিনি,
পুনঃপ্রচারিত মধ্যাকর্ষণের ছায়াচিত্র দেখে দেখে।
@
ছবি- সুজান জনসন বল্টার
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
কেউ নেই বলে নয় বলেছেন: নাইস ওয়ান। ভাল্লাগছে। ++
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
সুলতানা রহমান বলেছেন: ভালো হইছে।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
রক্তিম দিগন্ত বলেছেন: কবিতাটা সুন্দর।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪২
উল্টা দূরবীন বলেছেন: ফাইন লাগছে। ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক...
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: চমৎকার
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
লেখাটি ৭ম বাংলা ব্লগ দিবস ২০১৫ উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
প্রফেসর সাহেব বলেছেন: খুব ভালো লাগলো,বিজয়ী হওয়ায় আপনাকে অভিনন্দন।
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
রুদ্র জাহেদ বলেছেন: তাই কাছাকাছি এসেও ধরতে পারিনি একে অপরের হাত।
ঢেউয়ের সাক্ষাত-
পেয়ে সূর্য ডুবে গেছে ঠিকই।
আমরা ডুবতে পারিনি,
পুনঃপ্রচারিত মধ্যাকর্ষণের ছায়াচিত্র দেখে দেখে।
দারুণ...
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮
সকাল রয় বলেছেন: মুগ্ধতা!
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
আমি কি মানুষ বলেছেন: হে বিজয়ী , তোমার শব্দের ছন্দ খুব চমৎকার। অভিন্দন তোমাকে
১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
হাসান মাহবুব বলেছেন: অভিননন্দন!
১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
গেম চেঞ্জার বলেছেন: ৭ম বাংলা ব্লগ দিবসে বিজয়ী হবার জন্য অভিনন্দন!!
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
খেয়ালি দুপুর বলেছেন: অসাধারণ লেগেছে কবি। শুভকামনা অনেক।
১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার লাগলো। অনেক অভিনন্দন!
১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
দৃষ্টিসীমানা বলেছেন: অভিনন্দন ।
২০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩
ফকির ইলিয়াস বলেছেন: সবাইকে বিনীত ধন্যবাদ। শুভ কামনা সবার জন্য ।
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
ইফতেখার রাজু বলেছেন: খুবই ভালো একটি কবিতা। ‘এতোদিন আমাদের পায়ে পায়ে লিপিবদ্ধ হয়েছিল যে পথ-
সেই পথও শিখায়'নি গন্তব্যের রহস্যগ্রহ’ এই চরণে আমারই মনের কথার প্রতিফলন ঘটেছে। ধন্যবাদ।
ভোরের কাগজে আপনার লেখা কলাম পড়ি। সমসাময়িক বিষয়ে বেশ চমৎকার লিখেন আপনি। অশেষ শুভকামনা।
২২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল। শুভকামনা জানবেন।
২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুন্দর। অভিনন্দন কবি।
২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬
ফকির ইলিয়াস বলেছেন: থ্যাংকস এগেইন।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৮
আহসান জামান বলেছেন:
চমৎকার, কবি।