![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
ট্রাম্প বিষয়ক ঘৃণাগুচ্ছ
ফকির ইলিয়াস
-------------------------------------------------------------------
'ঘুমিয়ে পড়ো- না হয় ট্রাম্প চলে আসবে'- বলে একদিন
এই রাষ্ট্রে শিশুদের ঘুমঘোরে নিয়ে যাবেন কোনো মা।
মায়ের কোলে শুয়ে সেই বীভৎস দানবচিত্র দেখে ঘুমের
মাঝেও কেঁপে উঠবে ভীত, আগামীর শিশুরা। আর যে পিতা
সারাদিন শ্রম দিয়ে ঘরে ফিরে নিতে চাইবেন বিশ্রাম-
তিনিও আঁতকে উঠবেন মাঝে মাঝে, তার সদর দরোজায়
কোনও অজগর দাঁড়িয়ে আছে- এই কথা ভেবে।
'পেছন থেকে তোমাকে ধাক্কা দিতে পারে ট্রাম্পের
দাঁতাল ট্রাক'- সতীর্থ চালকের হাঁক শোনে, শিউরে উঠবেন
সড়কের গাড়ী চালক। দৈনিক কাগজের ফেরিঅলা,
একদিন ভোরে সবগুলো পুরনো কাগজের শিরোনাম ও ছবিতে
একদলা থু থু ছিটাতে ছিটাতে, কাগজগুলো ছুঁড়ে ফেলে
দেবে আটলান্টিক মহাসাগরে।
নর্থ কোস্টের দিকে যাত্রাগামী নাবিকেরা তাদের জাহাজ থেকে
সেই কাগজগুলোর উপরই সেরে নেবেন তাদের মূত্রপাত।
এই মাটিতে একদিন একটি শাদাহস্তীর পদছাপ পড়েছিল-
সেই হাতী তছনছ করে ফেলেছিল আমাদের বাগান
বলতে বলতে আবারও জমিতে নিড়ানী দেবেন ফ্লোরিডার
একজন দক্ষ কৃষক। একজন মালী তার দলিত গোলাপগুলোর
স্মৃতি তর্পণ করে দাঁড়িয়ে কাঁদবেন অঝোরে।
এখানে আর কেউ কোনোদিন কবিতা লিখতে পারবে না-
এমন গর্জনের কথা মনে করে একজন কবি,
প্রচণ্ড শীতে তার শরীর থেকে খুলে ফেলবেন কোর্তা ও কাপড়।
না- এই নগরে আমি আর কোনও ছবি আঁকবো না,
বলে বোহেমিয়ান চিত্রকর তার সঞ্চিত শেষ কালিটুকু দিয়ে
এঁকে রাখবেন একটি বয়স্ক, নপুংসক কুকুরের ছবি।
@
নিউইয়র্ক॥ ৩০ অক্টোবর ২০১৬ দুপুর ১২:১৫
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
ছাগলের জাতীয় সংগীত