![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
অন্যদিন ধূসর পাহাড়ে
ফকির ইলিয়াস
==========================
এখানে কোনো সবুজই থাকবে না-
এখানে থাকবে না কোনো আগুন,
আগুনের উত্তাপ,
মানুষের প্রেম,
চুমুর দৃশ্য,
সবুজের আলিঙ্গন,
থাকবে না হাত ধরে গারো মেয়েদের মিছিল।
কিছুই থাকবে না অবশেষে। একটি আলখেল্লা
শুধুই হাত বুলাতে বুলাতে দখল করে নেবে সব
হ্যাঁ- সব।
শিশুদের হস্তরেখা, গাভীর ওলানের দুধ,
বনফুলের পরাগ, যাত্রীর বাইসাইকেল
ফেরিঅলা'র হাতের সংবাদপত্র
সাংবাদিকের হাতের ক্যামেরা........
কেড়ে নিতে নিতে ওরা শুধু হাসবে। আর আমরা
যারা সুখিয়া রবিদাস-এর জন্য নিভৃতে কেঁদেছিলাম
তারা ঠাঁই খুঁজবো অন্য কোনও পাহাড়ে,
অন্য কোনও দিনকে নিজেদের জন্মদিন ভেবে ওড়াবো
ধূসর পাতার উড়োজাহাজ। দেশান্তরি না হয়েও
যারা মৃতের মত বেঁচে থাকে,
পড়বো তাদের প্রথম জানাজা ।
@
নিউইয়র্ক / ১৩ জুন ২০১৭
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৭ ভোর ৫:২৭
মোহাম্মদ বাসার বলেছেন: কবিতাটা দারুণ লাগলো ইলিয়াস ভাই। আরও বেশী বেশী এখানে পোস্ট করুন ।