![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
বাংলাদেশ
ফকির ইলিয়াস
================
অনেক ছবির মাঝে একটি ছবির প্রিয় মুখ
এঁকে রাখি যতনের,জলমাখা নদীর কিনারে
যে নদী আমার দিকে বার বার ছায়া হয়ে ফিরে
আর বলে,এই চাঁদ চিরকাল শিয়রে থাকুক।
আমার অস্তি'র সাথে যে রঙ মিশে থাকে ভোরে
সূর্যের পথে পথে রেখে যায় প্রেমের প্রণাম
আমার হাতের রেখা সে রাগেই জমা রাখিলাম
যদি আর ফিরে আসি,খুঁজে নেবো সে নদীর তীরে।
মাটির রূপের মাঝে ডুবে থাকে যে সবুজ মিথ
দূরের গ্রহের কাছে রেখে যাওয়া আমার এই পথ
আবার ফুলের দেশে এঁকে দেবে অন্য এক শরত
সুখের জানালা খুলে- পাখিরাও সাজাবে হরিৎ।
যেখানে মেঘের ডানা রাখে চির ছায়ার আবেশ,
সে মাটির কাছে যাবো,মায়াঘেরা প্রিয় বাংলাদেশ।
@
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫২
ইয়াছিন সাঈদ অাদিল বলেছেন: বাহ্ বেশ।