![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
হ্যান্ড [] ফকির ইলিয়াস
.........................................
আপনারা হাত ভেতরে ঢুকিয়ে দিন।
আপাতত হাতগুলো বাসের ভেতরে রাখুন।
হ্যাঁ, হাত ভরে দিন বাস ড্রাইভারদের কলজের ভেতর।
সুযোগ পেলে-
হাত ঢুকিয়ে দিন বাস মালিকদের পাঁজরে..
যারা কিছুই শুনবে না, কিংবা যারা
থেঁতলে দিতে চাইবে রাজীবদের হাত,
তাদের হাত টেনে ধরুন। সম্ভব হলে
কান টেনে ধরে ম'লে দিন।
যেখানে কেউ কারো কথা শুনে না,
সেখানে খুব জোরে কথা বলতে হয়।
চিল্লাতে হয়।চেঁচিয়ে বলতে হয়-
'এই যে শুনুন'..
'থামুন,থামিয়ে দিন এই তাণ্ডব'
আজ আবার হাত হারিয়েছেন
গোপালগঞ্জ সদরের হৃদয় মিনার।
দুটি বাসের চিপায়, তার হাত খসে
পড়েছে মহাসড়কে।
কারা খেলছে এই হাত নিয়ে?
এবং কেন?
আমি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই।
আমি জানি পৃথিবীতে হাত নিয়ে অনেক
কবিতা লেখা হয়েছে।
কেউ কেউ চুরি করেছে অন্যের হাত।
কেউ কেউ-
ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে
নিজের নামেই চালিয়ে দিয়েছে,
অন্যের কবিতা।
সেসব বিষয়ে আমি আপাতত আলোচনায়
যাবো না। আমি শুধু জানতে চাইবো-
আপনারা আর কতটা হাত হারালে,
আপনাদের হাতগুলো মুষ্টিবদ্ধ করতে পারবেন!
কবে আপনারা খুব জোরে চিল্লিয়ে
বলতে পারবেন-
'এই! হ্যান্ডস আপ! '
@
নিউইয়র্ক / ১৭ এপ্রিল ২০১৮
২| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৩
শাহারিয়ার ইমন বলেছেন: ওরা ত মানুষ না
৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০০
সেলিম আনোয়ার বলেছেন: রাজিব রা কবিতা হবে। কারণ কবিদের আবেগ আছে ভালো বাসা আছে। রাজিব রা কি জিতবে কোন দিন?