![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
মেঘের সাথে, মুহুর্তের সাথে
© ফকির ইলিয়াস
...................................................
প্রতিদিন একজন মেঘভিক্ষুকের সাথে আমার
দেখা হয়। প্রতিরাতে আমাদের ডেরায় উঠে আসে
চাঁদগল্পের ছায়া। আমি চাষাবাদ জানি। তাই -
সাজিয়ে রাখি স্তরে স্তরে বিনীত কাশমৌসুম।
মেঘের সাথে মানুষের সম্পর্ক নতুন নয়। বরং
মুহুর্তের মহিমায় ডুবে থাকে যে জীবন; সে ই
লিখতে পারে অনন্ত উৎসের উপাখ্যান। মেঘ
তখন সেই জীবনকে দ্যুতি দিতে প্রহরীর মত দাঁড়িয়ে থাকে।
√ নিউইয়র্ক / ৫ অক্টোবর ২০১৮ √
২| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩
নজসু বলেছেন: অসাধারন
৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৪
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর
৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০
হাবিব বলেছেন:
মেঘ কিভাবে ভিক্ষুক হলো?
ডোবার জলে চাঁদের আলো
যেতে পারে মানা।
অল্প বালি একটু পানি যেথায়
সেথায় কাশ ফুলেদের ধুম,
কাশ ফুলেরা বিনীত হয় তা-
ছিলনা মোর জানা !
মেঘের সাথে সখ্যতা আর প্রেম
মুহূর্তের মহিমায় ডুবে কি জীবন মান?
জীবনকে দ্যুতি দিতে ছুটতে হবে দূরে
প্রহরীরও আছে মায়ার টান।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৬
স্বচ্ছ দর্পন বলেছেন: অসাধারণ।
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
স্বচ্ছ দর্পন ব্লগ
৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ অনুভূতির প্রকাশ , ভালো লাগলো আমার।
শুভকামনা রইল কবির জন্য
৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৩
অব্যক্ত কাব্য বলেছেন: বাহ্! অসাধারন
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মেঘের সাথে মানুষের সম্পর্ক নতুন নয়। বরং
মুহুর্তের মহিমায় ডুবে থাকে যে জীবন; সে ই
লিখতে পারে অনন্ত উৎসের উপাখ্যান।
চমৎকার কথা