![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ - সড়কে গাড়ি চালিয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে হত্যা করলে ৩০২ অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
২ - সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানো বা প্রতিযোগিতা করার ফলে দুর্ঘটনা ঘটলে তিন বছরের কারাদণ্ড অথবা তিন লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। আদালত অর্থদণ্ডের সম্পূর্ণ বা অংশবিশেষ ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দেয়ার নির্দেশ দিতে পারবে।
৩ - মোটরযান দুর্ঘটনায় কোন ব্যক্তি গুরুতর আহত বা প্রাণহানি হলে চালকের শাস্তি দেয়া হয়েছে সর্বোচ্চ পাঁচ বছরের জেল ও সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা।
৪ - ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান বা গণপরিবহন চালানোর দায়ে ছয় মাসের জেল বা ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেয়া হয়েছে।
৫ - নিবন্ধন ছাড়া মোটরযান চালালে ছয় মাসের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
৬ - ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার এবং প্রদর্শন করলে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড অথবা এক লাখ থেকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
৭ - ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ মোটরযান চালালে ছয় মাসের কারাদণ্ড বা ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেয়া হয়েছে।
৮ - ট্রাফিক সংকেত মেনে না চললে এক মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত করা হবে।
৯ - সঠিক স্থানে মোটর যান পার্কিং না করলে বা নির্ধারিত স্থানে যাত্রী বা পণ্য ওঠানামা না করলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।
১০ - গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে এক মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
১১ - একজন চালক প্রতিবার আইন অমান্য করলে তার পয়েন্ট বিয়োগ হবে এবং এক পর্যায়ে লাইসেন্স বাতিল হয়ে যাবে।
১২ - গণ পরিবহনে নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া, দাবী বা আদায় করলে এক মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত করা হবে।
১৩ - প্রস্তাবিত আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সে পেতে হলে অষ্টম শ্রেনি পাশ করতে হবে। চালকের সহকারীর পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আগে শিক্ষাগত যোগ্যতার কোন প্রয়োজন ছিল না।
১৪ - গাড়ি চালানোর জন্য বয়স অন্তত ১৮ বছর হতে হবে। অবশ্য একই বিধান আগেও ছিল।
এছাড়া সংরক্ষিত আসনে অন্য কোনও যাত্রী বসলে এক মাসের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
২| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩
জগতারন বলেছেন:
এই সমস্ত সড়কে নতুন আইনের উল্লেখযোগ্য ১৪টি বিধান !
খুউবই প্রশংসনীয় ১৪টি বিধান-এর সাথে কোন বিধান অমান্য করলে মালয়সিয়া'র সাথে সাথে ৫ থকে ১০ বেদ্রাঘাত বিধান রাখলে ভালো হতো। তাহলে ঐ সমস্ত বিধান অমান্যকারী অনেক দিন মনে রাখতো।
৩| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
নাহার জেনি বলেছেন: সবগুলো-ই ভাল লাগলো এবং সময়োপযোগী আইন।
৪| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭
জগতারন বলেছেন:
বলতে চেয়েছিলামঃ
এই সমস্ত নতুন আইন ও বিধান সড়কে নতুন আইনের উল্লেখযোগ্য ১৪টি বিধান !
খুউবই প্রশংসনীয়। এই ১৪টি বিধান-এর সাথে কোন আইন ও বিধান অমান্য করলে মালয়সিয়া'র মতো সাথে সাথে ৫ থকে ১০ বেদ্রাঘাত বিধান রাখলে ভালো হতো। তাহলে ঐ সমস্ত বিধান অমান্যকারী অনেক দিন মনে রাখতো এবং নতুন করে আবার কোন আইন ও বিধান অমান্য করতো না।
৫| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৬| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: আইনটা ভালো করেছে। এই শহরের মানুষ তো ভালো না। তাদের লাইনে আনার জন্য এই আইন ঠিক আছে।