নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী !

ফাহিম আবু

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী !

ফাহিম আবু › বিস্তারিত পোস্টঃ

অপশক্তি !!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

" গত শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেইলি স্টার-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেন মো. আবদুল হামিদ"
ভাষনে তিনি বলেন "ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে মোকাবিলা করার"

এখন, প্রশ্ন হচ্ছে অপশক্তি কারা ?? অপশক্তি নির্ধারনের মাপকাঠিই বা কি ?? এর সংজ্ঞা নির্ধারনের দায়িত্তই বা কাদের ??? যারা অপশক্তি চিহ্নিত করবে , তারাই বা কতটুকু সভ্য কিংবা তারাই নিজেরাই যে অপশক্তি নয় , এর নিশ্চয়তা কে দিবে ??
আর ও দেখি বর্তমান মিডিয়ায় অপশক্তি বলতে তাদের বুঝায় , যাদের কথা বলার জন্য দেশে কোন মিডিয়া নাই।

যে ব্যাক্তি অপশক্তিকে মোকাবিলা করার কথা বলছেন , সে দল যে মানুষের ভোটাধিকার কেডে নিয়েছে! ভোটাধিকার কেডে নেওয়াটা কোন পক্ষের শক্তিতে পডে ????
প্রকৃত অপরাধীকে বিচার আওয়তায় না এনে খুন, গুম ও মামলা , হামলা ইত্যাদি কোন পক্ষের শক্তিতে পডে ????
কেন্দ্র দখল করে ভোট নেওয়াটা কি শুভশক্তির কাজ ?????????????

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

অগ্নি কল্লোল বলেছেন: একমত।।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪

বিজন রয় বলেছেন: অনেক কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.