![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করা শ্রেষ্ঠ ছবিগুলোর মধ্যে একটি হল উপরের ছবিটি।
ছবিটি একটি ইরাকের এতিমখানা থেকে তোলা। বাচ্চাটির মা নাই ...মা কে কখনো সে দেখেনি। অনেক ইচ্ছা তার মায়ের কোলে ঘুমাতে। তাই মেঝেতে মা কে এঁকে তার কোলে ঘুমিয়ে পড়ে বাচ্চাটা।
ছবি সুত্র -বিবিসি জার্নাল —
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪
গ্রিন জোন বলেছেন: পৃথিবীর আর কোনো বাচ্চার যেন এমন কষ্ট পেতে না হয়..................
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪২
ফাহিম আবু বলেছেন: হাঁ, আল্লাহর কাছে এই দোয়া করি আর কোন বাচ্চা যেন এই রকম না হয় !
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: চোখের পানি চলে আসছে আসলে,,,
ছবিটা সত্যি ই হৃদয় কাঁপানো....
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৯
ফাহিম আবু বলেছেন: আমি যখন পোস্টটি দিচ্ছিলাম , তখন আমারও চোখে পানি ধরে রাখতে পারচ্ছিলাম না আর ভাবছিলাম যে আমার মত যারা এখনও মা বাবার আশ্রয়ে আছি , তারা ওর কতটুকুই বা মূল্য দিতে পারছি !! দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝা যায় না !
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯
বিজন রয় বলেছেন: মাই গড!!
ছবিটি রেখে দিলাম।