![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন ধরে শুনছি যে , বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত জনগনের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, বিদেশে তা দিয়ে জুয়া খেলা হচ্ছে । কই এখনতো দেখিনা চেতনা ব্যবসায়ীদের চেতনা দন্ডায়মান হতে, বাংলাদেশের রাখাল গভর্নর ও রাবিশ মন্ত্রিদের কোন আওয়াজ হচ্ছে না। তাদের চেতনা ঘুমাই থাকে , যখন ভোট কেন্দ্র জবর দখল করে , দেশটাকে দখলের মহোৎসবে পরিনত করে।
তেনাদের চেতনার দন্ডায়মান হয়, যখন দাডিয়ালা, টুপিওয়ালা বিরুধী দলকে দেখলে, তখন চেতনা, আবেগ আর দেশপ্রেম চোখের কোনা দিয়ে বেয়ে বেয়ে পডে।
মাহফুজ আনামকে নিয়ে কিন্তু সংসদে ঝড উঠেছিল, তিনি নিজের একটা বুল স্বিকার করেছিলেন। কেউ স্বিকার করলে আমাদের স্বঘোষিত সংসদরা সংসদে তার বিরুদ্ধে খডক নিয়ে দাডান , কিন্তু রাজকোষ থেকে অর্থ লোট হয়ে গেলে তাদের "অনুভুতি দন্ডায়মান" হয় না।
রাষ্টের রিজার্ভ এর নিরাপত্তা দিতে ব্যর্থতার দায়ে 'জেলায় জেলায় মামলা করার' মত কোন বীর পুরুষ কিন্তু পাওয়া যাচ্ছে না মাহফুজ আনামের বিরুদ্ধে যারা রাষ্টদ্রোহীতা, মানহানির আলামত পেয়েছিল- তাদের কারো মনে কি রাষ্টের অর্থ লোটপাট নিয়ে, তারা কি মনে করে না যে এটি একটি অপরাধ ??
©somewhere in net ltd.