নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী !

ফাহিম আবু

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী !

ফাহিম আবু › বিস্তারিত পোস্টঃ

সুচারুভাবে "রাষ্টধর্ম ইসলাম" ইস্যুটা দিয়ে লুটপাটের ঘটনা আডাল করাতে সরকারকে অভিনন্দন !

২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৬

খুব মজা পাইছি এই জন্য যে খুব সুচারুভাবে শেখ হাছিনা রাজকোষ লুটপাটের ব্যাপারটা কিভাবে ২৮ বছর আগের রিট করা "রাষ্টধর্ম ইসলাম" ইস্যুটা সামনে এনে ঘটনাটি আডাল করল। শেখ হাছিনা আন্তরিক ধন্যবাদ এই যে , সে বাংগালী ভালভাবে ছিনেছে, কিভাবে বাংগালীকে নিয়ে খেলতে হয় ।
আর আমরা আবালরা খুব নাচানাচি করছি ইস্যুটা খারিজ হয়ে যাওয়াতে । একটা ইস্যু দাড করিয়ে যে লুটপাটের ঘটনা আডাল করবে সেটা বুঝতে পারছিলাম, সেটা যে ২৮ বছর আগের ঘটনা সামনে আনবে , সেটা অবশ্য বুঝতে পারলাম ঘটানার পরে । এখন আবাল বাংগালীর মাথা পুরা শুন্য, আগের সব ঘটনা ডিলিট হয়ে গেছে। লে হালুয়া !! আবার নতুন করে খাওয়া শুরু কর !!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮

আহলান বলেছেন: বুইজ্যালছেন দেহি .... তাই তো বলেছিলাম কারা যে আবার হেফজতরে মাঠ গরম করতে নামাইলো .... !

২| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

এইচ. ইমরান বলেছেন: @ আহলান
ফামিন আবু ভুল কি বললো?

ঠিক ই তো...
একটা বড় ঘটনা আড়াল করার জন্য আর একটা ঘটনা তৈরী করা তো এখন নিয়মিত ব্যপার।
(এতো সুক্ষ্মভাবে চলছে এবারের সরকার তাতে আগামী ১০-২০ বছরেও বিএনপির ক্ষমতায় আসার আশা ছেড়ে দেওয়া উচিৎ)

৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: চমৎকার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.