![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হবে আর কি ?
আমি তো বেশ ভালই আছি!!
খাচ্ছি দাচ্ছি, বেডাচ্ছি ও ঘুমাছি ।
অন্যেরা গোল্লায় যাক, তাতে আমার কি ,
আমি তো বেশ ভালই আছি!!
বাশখালীতে মানুষ মরুক, তাতে আমার কি ?
আমি তো বেশ ভালই আছি !!
দেশে গনহত্যার উৎসব চলছে, চলুক, তাতে আমার কি ?
আমি তো বেশ ভালই আছি !!
তনু, পূর্ণিমার মত মেয়েরা ধর্ষিত হচ্ছে , তাতে আমার কি ?
আমি তো বেশ ভালই আছি!!
দেশের হাজার হাজার কোটী টাকা লোটপাট হচ্ছে, পাচার হচ্ছে, তাতে আমার কি ?
আমি তো বেশ ভালই আছি!!
সোনার ছেলেদের লুটপাটের কারনে দেশের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, তাতে আমার কি ?
আমি তো বেশ ভালই আছি !!
দেশে শীর্ষ শিক্ষা প্রতিষ্টানগুলোতে সোনার ছেলেদের ধর্ষনের সেঞ্চুরী করছে , তাতে আমার কি ?
আমি তো বেশ ভালই আছি !!
চেতনার নাম নিয়ে সোনার সব অপরাধ, সাত খুন মাফ করিয়ে নিচ্ছে , তাতে আমার কি ?
আমি তো বেশ ভালই আছি !!
২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪
প্রামানিক বলেছেন: যাই বলেন না কেন এটাও একটা ক্ষোভের কবিতা। ধন্যবাদ
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৬
ফাহিম আবু বলেছেন: ধন্যবাদ ! হাঁ, ক্ষোভের কবিতা, চারিদিকে যা হচ্ছে , কিন্তু মানুষ নির্বিকার ,যতক্ষন না সমস্যটা নিজের হচ্ছে !
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০
বিজন রয় বলেছেন: ভাল থাকুন, ভাল থাকুন।