![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলিশের বড অভাব, তার উপর এত দাম যে তা আমার কেনার সাধ্যের বাহিরে, তবে কি আমি বাংগালী হতে পারব না ?? আমার কি তাহলে বৈশাখী উৎসব পালন করা হবে না ?? আর হুতুম পেঁচার মুর্তি কিংবা বিভিন্ন জন্তু জানোয়ারের মুর্তি নিয়ে এই গরমের ভিতর রাস্তায় রাস্তায় হাটার মত মধ্যযুগীয় অশিক্ষিত বর্বরদের মত চিন্তাভাবনাও আমার নাই ! তাই চিন্তা করছি যে কাসকি মাছ, তেলাপিয়া কিংবা হাতের কাছে যা পাই তাই খেয়ে অন্তত বাংলাদেশি হতে পারব !ইলিশের অভাবে বাংগালী হতে নাই বা পারলাম !!!!
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪
ফাহিম আবু বলেছেন: ধন্যবাদ, ভাই ! সাথে থাকার জন্য !
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
ইলিশ'কে মেনুতে আনা ছিল ইডিয়টদের ভাবনা
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি বোধ হয়, মনে প্রাণে বাংগালী নন
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮
ফাহিম আবু বলেছেন: আমি পাহাডী, বাংগালী ও বিভিন্ন উপজাতী ইত্যাদি মিলে মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশি ।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮
অন্য কথা বলেছেন: সুন্দর হইছে ।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩
সোজোন বাদিয়া বলেছেন: আপনি লিখেছেন, "আর হুতুম পেঁচার মুর্তি কিংবা বিভিন্ন জন্তু জানোয়ারের মুর্তি নিয়ে এই গরমের ভিতর রাস্তায় রাস্তায় হাটার মত মধ্যযুগীয় অশিক্ষিত বর্বরদের মত চিন্তাভাবনাও আমার নাই ! " - আপনি কি নিশ্চিত আপনি নিজেই মধ্যযুগীয় নন? আপনার চিন্তাধারাটি কিন্তু মানবসভ্যতারও আগের কালের কথা মনে করিয়ে দিচ্ছে। সামান্য ইতহিাস ওল্টালেই দেখবেন, সভ্যতার পুরোটা সময় জুড়েই মানুষ প্রকৃতি এবং জীবজন্তুকে উপজীব্য করে মনের ভাব প্রকাশ করেছে।
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০
ফাহিম আবু বলেছেন: আমি আধুনিক যুগের মানুষ বিধায় ,এই সব মুর্তি নাচনাচি করার কোন অর্থ খুজে পাই না !
৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪
সুশীল দত্ত বলেছেন: পান্তার সাথে যা ইলিশ খাওয়াকে বাঙালিত্ব মনে করে তারা বোকার রাজ্যে বাস করছে।
রবিন্দ্রনাথ ঠাকুর
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১
ফাহিম আবু বলেছেন: হা ভাই ! ঠিক বলেছেন !!
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬
প্রামানিক বলেছেন: আমি আপনার সাথে আছি।