![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ। যার মাঝে অসাধারণ কিছু নেই।
১.
আমি তোমার কাছে যাবো শিশুর শরীরে পূর্ণবয়স্ক মানুষের মন নিয়ে
তখন দেখবো কি করে ফেরাও তুমি দারুন অবহেলায়...
২.
কী বললি! কেমন আছি?
রাতের পাঁচিল জুড়ে কান্না
আর কবিতার চোখে জল
কেমন আছি,
এবার তুই-ই বল!
৩.
তোমাকেই দেখেছি আমি
তোমাতেই খুঁজেছি প্রেম
বুঝেছি শেষে...
নারী মানে নক্ষত্র শুধু
আকাশের ওপারে মহাকাশে হেম!!
২| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২
ফয়সাল সোহাগ বলেছেন: ধন্যবাদ ভাই। #ভ্রমরের ডানা
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬
ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর হয়েছে! বাহ!