![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ। যার মাঝে অসাধারণ কিছু নেই।
আকাশে নাইবা এলো
গোমড়া ঐ চাঁদটা
তুমি যদি থাকো পাশে
মধুর হয় এই রাতটা।
ওমা! একি!
কিছু বলছো না যে
ভয় পাচ্ছো?
ভাবছো কয়টা বাজে?
বাজুক না ঘড়ির কাটা
বাজতে দাও না ওকে
ভাবছো, আজে বাজে
বলবে যা-তা লোকে?
লোকের কি খেয়ে দেয়ে
কাজকি নেই আর
নাক গলায় যা-তা নিয়ে
এমন সব ব্যাপার-স্যাপার!
২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৩
ফয়সাল সোহাগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি!
২| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:০২
ওমেরা বলেছেন: পরচর্চা করতে যে কত্ত মজা লাগে তাই নিজের কাজ ফেলে মানুষ এসব করে ।
২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৭
ফয়সাল সোহাগ বলেছেন: হুম... একদম ঠিক বলেছেন!!! অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নামের অর্থটা জানতে খুব ইচ্ছে করছে! থাক অন্য আর একদিন না হয় বললেন!
৩| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০
তারেক ফাহিম বলেছেন: ভালো লাগার মত।
২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৪
ফয়সাল সোহাগ বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালোথাকুন। শুভকামনা রইলো!
৪| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৫
কায়রো রাজা বলেছেন: ভাইয়ুসোনামনিতা!!!!!!!!
আল্লা!!!!!
হায় হায় হায়!!!!!!!!!!!!
পোস্ট পড়িয়া আমি অক্কা!!!!!!!!!
২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:০৬
ফয়সাল সোহাগ বলেছেন: ধন্যবাদ রাজাভাই। আপনার কি রাণী আছে? আমার খুব দেখতে ইচ্ছে করছে! রাজার পাশে রাণী। বাস্তবে দেখিনি। আসুন না একদিন। নিমন্ত্রণ রইলো! আমার পোস্ট পড়েছেন আমি অনেক খুশি হয়েছি।
৫| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯
সনেট কবি বলেছেন: অনুসরন করার জন্য অনেক ধন্যবাদ।
৬| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৯
পবন সরকার বলেছেন: দারুণ
২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:০৬
ফয়সাল সোহাগ বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালোথাকুন সবসময়।
৭| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৪
সমীর কুমার ঘোষ বলেছেন: অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:০৭
ফয়সাল সোহাগ বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভালোথাকুন। শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:০০
সনেট কবি বলেছেন: সুন্দর