![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ। যার মাঝে অসাধারণ কিছু নেই।
...
.
একদিন ভুলে যাবে জানি
তবুও তো থাকে কিছু গুড়ো গুড়ো আশার হাতছানি
বুড়ো বুড়ো ব্যাথা নিয়ে ঘুরেফিরে আজ
মহাকাল তন্ন তন্ন হলো কপালে লাগলো ভাঁজ
ছেঁড়া ছেঁড়া হৃদয়ের ধমনি
ব্যাথা আজও এতটুকু কমেনি
টান টান শিরা গুলো মিছিলে মিছিল গড়ে
কী হবে তুমি যদি না থাকো এই ভাঙ্গাচুড়ো ঘরে?
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
নজসু বলেছেন: ব্যথা ভরা হৃদয় খুব কষ্টের। স্মৃতিরা শুধুই কষ্ট দিয়ে চলে।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
মেহেদী হাসান হাসিব বলেছেন: টান টান শিরা গুলো মিছিলে মিছিল গড়ে
কী হবে তুমি যদি না থাকো এই ভাঙ্গাচুড়ো ঘরে? –খুব ভাল লিখেছেন ভাই।