![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ। যার মাঝে অসাধারণ কিছু নেই।
একলা যখন মন ছুটে যায় ঘুমের অন্তপুরে
স্বপ্নগুলো লেগে থাকে রাতের পাঁচিল জুড়ে
যখন ঘুম ভেঙ্গে যায় দেখি তোমার ফর্সা কোমল হাত
ইশারাতে যায় হারিয়ে দূরের বোকা চাঁদ
হৃদয় মাঝে ঘর বেঁধে যায় দুইটি জোনাক পোকা
তাদের মাঝে কেউবা খুকী কেউবা ধরো খোকা
খুকিটা না হয় তুমিই হলে খোকা হবে কে?
নীল আকাশের চাঁদের মত তোমায় পাবে যে?
ভাবনা আমার বাড়তে থাকে বাড়লে অন্ধকারের খেলা
আজ বুঝেছি তোমার হাতেই বোনা আমার সকল বেলা
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩
ফয়সাল সোহাগ বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাহ! চমৎকার হৃদয়ের দুআ শা প্রকাশ করেছেন, ভালো লাগলো কাব্য কথা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬
ফয়সাল সোহাগ বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮
ফয়সাল সোহাগ বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
চাঙ্কু বলেছেন: তোমার হাতেই বোনা আমার সকল বেলা!! - সব তার হাতে দিলে হপে?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯
ফয়সাল সোহাগ বলেছেন: না দিয়ে উপায় আছে?
অশেষ ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯
হাবিব বলেছেন: সুন্দর .....ভালো লাগলো কবিতা।