![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষানবীস
পবিত্র বর্ষবরণ দিবসে সবাইকে জানাই ইলিশ মোবারক। :v
আসেন সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষের ইলিশ বিলাসিতার নমুনা দেখে নিই।
উচ্চবিত্তঃ
"অই ভুপেইন্না, জলদি মাছের আড়তে ফোন লাগা। ইলিশ মাছ শ্যাষ হওনের আগেই ইলিশের 'ডিমওয়ালা ভার্সন' কালেক্ট কইরা রাখতে ক। মাছ যেন ১৭ ইঞ্চি টিভির লাহান লম্বা হয়।"
মধ্যবিত্তঃ
"অ বউ। ধরো, ইলিশ মাছের 'মিরর ভার্সন' লয়া আসছি।
সুন্দরী মাছ। :p
দ্যাখতে ইলিশের লাহান না হইলেও গন্ধে মাগার পাক্কা ইলিশ।
রান্নার পর ফেলুদারও সাধ্য নাই সুন্দরী/ইলিশ ফারাক ধরার।"
নিম্নবিত্ত/গরীবঃ
(আগেই কইয়া রাখি, এই ক্যাটাগরিরে গরীব বইলা গাইল পাড়বেন না। আমি বান্দাটা এই ক্যাটাগরির মানুষ।)
*পহেলা বৈশাখের আগের দিন রাতেঃ
"ল বাপ, ঘুমাই। ঘুমের মধ্যে ইলিশ মাছ খায়া লইস। এইডা হইল ইলিশ মাছের 'ড্রীম ভার্সন'। যত মন চায়, খাইস। তয় বাপ, ঘুমের মধ্যে বালিশটা ভুলেও যেন মুখের কাছে না যায়।
তাইলে কিন্তু ড্রীমে খাইবি 'ইলিশ'
আর বাস্তবে আমার 'বালিশ'।"
©somewhere in net ltd.