![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছো তুমি?
ইদানিং কেন জানি খুব জানতে ইচ্ছে হয়।
ব্যার্থতার এক সিন্ধু সাতরে বিদ্ধস্ত আমি।
নিরাশার বালুচর আকড়ে তবুও স্বপ্ন দেখি।
একবার যদি ফিরে তাকাও।
ফিরবেনা তুমি এটা নিশ্চিৎ,
তবুও ভাবতে দোষ কী বলো।
আজ-কাল-পরশু করে চুল পেকেছে আমার।
নাকের ডগায় লেন্স বসেছে জমদূতের মত।
তবুও নাকি বুড়ো হতে হবে আমায়;
কাঙ্খিত তোমার সান্নিধ্যের জন্য।
বুড়ো হতে আর বাকী কী বলো।
দাতগুলো গত হলে যদি ফিরে আসো তুমি,
তবে উপড়ে ফেলি শিকড় থেকে।
তবুতো তুমি আসো-
মাদুর বিছিয়ে পাশে বসো একটিবার
অথবা হাতে হাত রেখে মুখোমুখি তুমি আর আমি,
হেটে চলো গহীন বালুচর ধরে দূর দিগন্তে।
যদিও পারবোনা হৃদয়ে ভাজকরে রাখা
প্রেমের কবিতাগুলো শোনাতে।
একবার যধি দুহাতের তর্জনীতে ধরা দিতো ঐ জ্বলজ্বলে চাদ মুখ,
আমার আকাশটাকে বিছিয়ে দিতাম তোমার পদতলে।
মেঘগুলোকে গেথে দিতাম চুলের ভাজে ভাজে।
নারকেল পাতায় পিছলে যাওয়া সোনালী রোদকে:
মুঠো মুঠো তুলে রাখতাম কাচের বৈয়মে;
তোমাকে দেবো বলে।
কিন্তু তুমি আসবে না।
আসার প্রয়োজন মনে করনি কোনদিন।
তবুও আমার আকাশে রংধনুরা উকি দেয় বিষন্ন বিকেলে।
©somewhere in net ltd.