![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন খুব সাধারণ মানুষ তবে অসাধারণ কেও হতে চাই ! ফেবু আইডিঃ Fariha Provs
প্রতিদিন আকাশে সূর্য আড়াল হয়ে চাঁদ উঠে,
দিন থেকে রাত হয়।
মাথার ওপরে ঐ নীল আকাশটি একটি সময়ে,
অন্য একটি রঙ ধারণ করে।
প্রতিদিন রাতের বেলা আকাশে মিটমিট অনেক তারা জ্বলে,
চাঁদ তার স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় পুরো প্রকৃতিকে
এক অপুরূপ রূপে সাজিয়ে তুলে।
জানি,আকাশেতে অনেক তারা,
তবুও খুঁজে পাবো আমি তোমায়।
এ জীবন থেকে চলে গেলও হোক,
এ দুনিয়া থেকে চলে গেলেও হোক,
আমার এ হৃদয় থেকে কোনোদিনই মুছে যাবে না তোমার স্মৃতি।
যখন মনটি খুব খারাপ হয়,
যখন এ দু'নয়ন থেকে অঝর ধারায় শ্রাবণ ঝরে,
তখনই ঐ দু'নয়ন মেলে আমি আকাশের ঐ তারাটিকে দেখায় ব্যস্ত হয়ে পরি।
আবার আমার হাতটি ছেড়ে লুকিয়ে গেলে তুমি,
সীমাহীন ঐ আকাশে,
ভেবেছো কি খুঁজে পাবো না আমি তোমায়?
একশো টা কি, পুরো এক লক্ষ তারার মাঝেও
আমি তোমায় ঠিক খুজে নিতে পারবো।
কারণ কি তুমি তা জানো?
কারণ তোমায় আমি অনেক ভালোবাসি।
তুমি আমার হৃদয়,আমার স্পন্দন।
তাইতো তোমায় আমি সর্বদাই দেখি।
মানে কি তুমি জানো?
মানে আকাশের ঐ তারাটি....।
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। অনেক দিন পরই আসলাম। কেমন আছেন?
২| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১
তারেক ফাহিম বলেছেন: সুন্দর ভাবনা।
ভালোবাসারা বেঁচে থাকুক অনন্তকাল।
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব আপনার মন্তব্যের জন্য।
৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:১৯
সৈয়দ ইসলাম বলেছেন:
আসসালামলাইকুম। আমি ফারিহা হোসেন প্রভা,ঢাকা সবুজবাগ থেকে। ছোট বেলা থেকেই আমার ইচ্ছে ছিলো আমাদের দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার। দেশের নারীদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে আমার এবং আমার স্বপ্ন দেশের একজন সুশিক্ষিত নেত্রী হওয়া।
তোমার পথ অনেক লম্বা। পথে বাঁধা পেপেরুতে এখান থেকেই শুরু করো। এটা তোমাকে দেখতেই হবে। ভিউ দিছ লিংক।
শুভকামনা তোমার জন্য।
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: 'দহন' চিনেমাটি দেখার অপেক্ষায় আছি ভাইয়া।
যদিও অনেক স্বপ্ন,অনেক চিন্তা-ভাবনা নিজেকে নিয়ে। তবে হ্যা মাঝেমাঝে খুব ভয় করে আমাকে এবং আমার পরিবার নিয়ে।
৪| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:২০
সৈয়দ ইসলাম বলেছেন:
এটার কোথা থেকে কী শিক্ষা নিলে জানিয়ো।
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: কোনটা?
৫| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকাশের মাঝ দিয়েই কাঁচা হাত হয়ে উঠুক পাকা
শুভকামনা রইল
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়ায় আমাকে একটুখানি স্থান দিলে তা অবশ্যই হবে।
৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০
সূর্যালোক । বলেছেন: দারুণ কবিতা আপু ।
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা আপনার জন্য।
৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪
blackant বলেছেন: এগিয়ে যান। হবেই।
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি আপনারা আমাকে আপনাদের দোয়ায় একটুখানি জায়গা দিলেই হবে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর কথামালায় সাজানো
কাব্যের সবুজ ভূমি।
আমার ধন্যবাদ ও
শুভেচ্ছায় শিক্ত হও তুমি।
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক এভাবেই আমার জন্য দোয়া করে যান ইনশাআল্লাহ্ আমি অবশ্যই কোনো না কোনো একদিন এর প্রতিদানস্বরূপ আপনাদের মহান জিনিস উপহার দিবো।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২
আরোগ্য বলেছেন: সুন্দর প্রকাশ। ছন্দে মিল থাকলে মনোভাব আরও গভীরভাবে ফুটে উঠে।
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনারা ঠিক এভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্য করে গেলে আমি অবশ্যই আরো ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ।
১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সহজ সরল ভাষায়, কবিতাটি বেশ লাগলো। আরও লিখুন....
শুভকামনা রইল।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা রইলো। ভালো থাকবেন।
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৩
নজসু বলেছেন: সকালবেলা আবেগী একটি কবিতা পাঠ করে মনটা ভালো হয়ে গেলো।
কিংবা খারাপ হলো বুঝতে পারছিনা।
প্রিয়জনকে কখনও হৃদয় থেকে মুছে ফেলা যায়না।
বিরহী মন লক্ষ কোটি তারার মাঝে, সাগরের অসীস ঢেউয়ে তার হারিয়ে যাওয়া হৃদয়টি খুঁজে পাক এই কামনা রইল।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি দোয়া করবেন। আমরা সবাই দোয়া করবো সেই হাজারো ব্যর্থ প্রেমিক-প্রেমিকার দের জন্য যেন তারা জীবনে সঠিক একজনকে পেয়ে যায়।
ধন্যবাদ মন্তব্যের জন্য ভাইয়া।
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩
হাবিব বলেছেন:
তুমি হীনা এ জীবনে
চাঁদ কি- পারবে দিতে আলো?
চাঁদ তারাদের মতো কবে
বাসবে আমায় ভালো?
আকাশটি তার রং ছড়িয়ে
গভীর নিকশ কালো হবে,
তুমি ছাড়া জীবন আমার
আঁধার ঘোরে পরে রবে।
আকাশেতে অনেক তারা
সবাই কতো কাছাকাছি,
তেমন করে পাবো তোমায়
সেই আশাতে বেঁচে আছি।
যদি- এ জীবনে নাইবা তোমায় পেলাম
এ দুনিয়ায় নাইবা আমার হলে,
শুধু- মিনতি মোর হৃদয় ছেড়ে
যেওনা কভু চলে।
যখন- মনটি আমার খারাপ হবে
দু নয়নে শ্রাবন ধারায় অশ্রু বয়ে,
তখন- ঐ দু নয়নে আকাশ মাখি
তারা দেখি ব্যস্ত হয়ে।
লুকিয়ে গেলে কোন অজানায়
আমার হাতটি ছেড়ে,
সীমাহীন ঐ নীল আকাশে
তোমায়- কে নিল হায় কেড়ে।
ভেবেছিলে খুঁজে পাব না তোমায়!
একশটা নয় যদি লক্ষ তারাও হতো
নিতে পারবো তোমায় খুঁজে,
কারন- আমি তোমায় ভালবাসি
চিনবো তোমায় এই দুটি চোখ বুজে।
তুমি আমার হৃদয়ের স্পন্দন
বাঁচবো নাকো তোমায় ছাড়া,
তুমি আমার মনের ঘরে
লুকিয়ে থাকা ছোট্ট তারা।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব এতো সুন্দর একটি কবিতা আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য। আমার সাথেই থাকুন ধন্যবাদ।
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
আবু হাসান লাবলু বলেছেন: বেশ হয়েছে।
অনেক দূর এগিয়ে যাও, তোমার হাতের ছোয়ায় মুখরিত হোক ব্লগ।
০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সত্যি? আহহ আমি শুনে অনেক অনেক খুশি হলাম যা কিনা আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবোনা জনাব। ধন্যবাদ।
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
হাবিব বলেছেন:
ধন্যবাদ টা তুলে নিলাম
সুন্দর বললেন মেনে নিলাম
কিন্তু কেমনে সাথে থাকবো ,
নাম ঠিকানা দেশ পরিচয়
কোথায় বা তার বাড়ি, জানি না কিছুই
তবু- ব্লগেই কাছে রাখবো।
০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জনাব, আমরা সবাই কিন্তু একই দেশের বাসিন্দা।
অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করবেন কিন্তু।
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
বাহ!!! খুব সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লিখেছে।
০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা। ভালো থাকবেন জনাব। ভালোবাসা রইলো।
১৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আর একটু কেমন জানি লাগল। এনিওয়ে ভালো থাকুন.....
০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: কেমন লাগলো?
ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬
রাকু হাসান বলেছেন: হুমম ভালো আছি তো । তুমি কেমন ? বেশ কয়েকজন সেফ হলো তুমি হয়ে গেলে আরও খুশি হতাম
নতুন কিছু দাও পড়ি ।
০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি ভাইয়া অবশ্যই। আপনাদের নিরাশ করতে কি পারি আমি? দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সেইফ হয়ে যাই। এখন শুধু এই কামনাই। আমি ভালো আছি ২দিন বন্ধ পেয়ে।
১৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সাবলীল সুন্দর প্রকাশ । আপনার জন্য শুভ কামনা রইল ।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা। শুভ রাত্রি।
১৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬
পবিত্র হোসাইন বলেছেন: অনেক দিন পর কবিতা পড়লাম ...ভালো লিখেন আপনি
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। পাশেই থাকুন।
২০| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০
আরোগ্য বলেছেন: আপনি কি সেফ হয়েছেন?
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: নতুন পোষ্ট দেখতে পারেন আমার জনাব।
http://www.somewhereinblog.net/blog/FarihaHossanProva/30256543
ধন্যবাদ।
২১| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭
শাহারিয়ার ইমন বলেছেন: খুব সাদাসিধে ,এভাবে কবিতা লিখলে কবিতার মান ভাল হয়না ততটা ,তারপরেও চালিয়ে যান লেখা ,আস্তে আস্তে ভাল হবে ।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এই ছোট অবুঝ মনে যে স্যার এতটুকুই বুদ্ধি আটে। কি করবো বলুন?
আপনাদের সহযোগিতা পেলে আরো ভালো করতে পারবো। শুভ রাত্রি।
২২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬
ল বলেছেন: সহজ সুন্দর প্রকাশ
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ স্যার। আপনার মন্তব্যের জন্য। কেমন আছেন? আশা করি ভালোই আছেন।
২৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭
ল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আল্লাহর রহমতে ভালো আছি।
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আলহামদুলিল্লাহ্! সব সময়ই ভালো থাকবেন।
২৪| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সজিব। বলেছেন: বাহ বেশ লিখেছেন। ছোট ছোট কথায় সাজানো হলেও সবটুকু ভালোবাসা আর আবেগ প্রকাশ পেয়েছে। লিখতে থাকুন, আমি এখন থেকে আপনার ব্লগে নিয়মিত হয়ে যাচ্ছি
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! শুনে খুব আনন্দিত হলাম তবে ব্যস্ততার কারণে কয়দিন ব্লগে নিয়মিত হতে পারছিনা। দুঃখিত।
২৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮
জুনাইদ-বিন-কায়েস বলেছেন: কাব্য আর কবি বেঁচে থাক কাব্যরসে!
১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার ভালো লেগেছে? বাহ! ধন্যবাদ জনাব।
২৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০২
জুনাইদ-বিন-কায়েস বলেছেন: ভালো না লাগার তেমন কারন নেই। ভালো লাগাতে তাই বারণ নেই। আকাশতারার বন্ধন ভালো লেগেছে ।
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। তবে আপনার প্রোপিকে ব্যক্তিটি কে?
২৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।
২৮| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০
ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর কাব্য! বেশ লেখেছেন!
২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
২৯| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: ভালবাসার কবিতা, ভাল লেগেছে। +
৩০| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বই মেলায় কোন বই কি আসছে আপনার?
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭
রাকু হাসান বলেছেন: খুব সুন্দর । সহজ সুন্দর প্রকাশ । বেঁচে থাকুক ভালোবাসারা । কবিতায় ভালোবাসার অনেক শক্তি দেখলাম। শুভকামনা ।