নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামলাইকুম। আমি ফারিহা হোসেন প্রভা,ঢাকা সবুজবাগ থেকে। ছোট বেলা থেকেই আমার ইচ্ছে ছিলো আমাদের দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার। দেশের নারীদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে আমার এবং আমার স্বপ্ন দেশের একজন স্বশিক্ষিত নেত্রী হওয়া।

ফারিহা হোসেন প্রভা

একজন খুব সাধারণ মানুষ তবে অসাধারণ কেও হতে চাই ! ফেবু আইডিঃ Fariha Provs

ফারিহা হোসেন প্রভা › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

বুঝি গো সন্ধ্যার কাছে
শিখেছে, সন্ধ্যার মায়া
ওই আঁখিদুটি,

চাহিলে হৃদয়-পানে
মরমেতে পড়ে ছায়া
তারা উঠে ফুঁটি।

আগে কে জানিত বলো
কত কী লুকানো ছিলো
হৃদয়নিভৃতে----

তোমার নয়ন দিয়া
আমার নিজের হিয়া
পাইনু দেখিতে।

কখনো গাওনি তুমি,
কেবল নীরবে রহি
শিখায়েছ গান----

স্বপ্নময় শান্তিময়
পুরবীরাগিণীতানে
বাঁধিয়াছে প্রাণ।

আকাশের পানে চাই,
সেই সূরে গান গাই
একেলা বসিয়া।

একে একে সূরগুলি
অনন্তে হারায়ে যায়
আঁধারে পশিয়া।।


সংগৃহীতঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও কাব্য সংকলন থেকে
ইহা আমার খুব পছন্দের একটি কবিতা!!!

মন্তব্য ৭২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭

রাকু হাসান বলেছেন:

পড়লাম না |-) কোন বই থেকে ?

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনে হচ্ছে ভাইয়ার খুব ঘুম পাচ্ছে। ঘুম পেলে ঘুমিয়ে যাওয়াই ভালো।
অনেক দিন আগে তাঁর কবিতা ও কাব্য সংকলনের বই পড়ছিলাম, তখন ভালো লাগলো আর আমার ডায়েরিতে লিখে রাখলাম।
শুভ রাত্রি ভাইয়া।

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

محمد فسيح الاسلام বলেছেন:
''শোন ময়না,
তোমার গানে দুঃখ ঝড়ে
রাতের ঐ আঁধারে,
ও ময়না রে।''

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এ দুঃখ কি কখনো থামবে না?
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

আরোগ্য বলেছেন: রবি ঠাকুরের কবিতা কেন আপু আপনারটা কই?

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব শিগ্রই আসিবে ভাইয়া। দোয়া করবেন পরিক্ষা চলছে।
ধন্যবাদ মন্তব্যের জন্য ভাইয়া। শুভ রাত্রি।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



কবিগুরুর কবিতা বরাবরই আমার খুব প্রিয়। এই কবিতাটি আগে পড়া হয়নি। ভাল লাগলো, আপু। শুভ কামনা আপনার জন্য। নিজে লিখুন; আমরা পড়বো।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ব্যস্ততার কারণে কবিতা লেখার সময় পাইনা আসলে, তবে চেষ্টা করলে অবশ্যই পারবো শুধুমাত্র আপনাদের জন্য।
শুভ রাত্রি ভাইয়া।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩

محمد فسيح الاسلام বলেছেন: সুরগুলিকে মুক্তি দাও। বন্দি জীবন ওদের জন্যে নয়। দুঃখ নিভে যাবে তাদের এক ফুঁৎকারে।

শুভেচ্ছা আজীবন।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি। ব্যক্তিগতভাবে আমি নিজেও পছন্দ করিনা মানুষের মনের কথার সূরগুলোকে বুকে চাপা দিয়ে রাখা।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ রাত্রি।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপুনি,

কবিগুরু মানে মহাসমুদ্র । কাজেই আমাদের মত পাঠকের পক্ষে এক জীবনে ওনাকে পড়ে ফেলা সম্ভব নয়। সুন্দর একটি কাব্য শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা জানবেন।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনি একদম সঠিক বলেছেন, কবিগুরু ব্যক্তিটিই ছিলো এমন, জ্ঞানের সমুদ্রে পরিপূর্ণ। আবারো ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ রাত্রি।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আকাশের পানে চাই,
সেই সূরে গান গাই
একেলা বসিয়া।

............................................................................
আকাশের পানে চাহিয়া
গান গাইছে ফারিয়া
আহাহা তোমরা দেখনা
কান্না করে ভাবনায় ?
তোমরা সবাই বুঝ না .বুঝনা ।
..............................................................................

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! চমৎকার বলেছেন ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৩

বাকপ্রবাস বলেছেন: :-B :-B

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। খুশি হয়েছেন মনে হচ্ছে? যাক আমিও খুশি।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:





এখনার বাংলা কবিতা অনেক অর্থবহ, রবী ঠাকুর সামুতে এলে পাঠক পেতে উনার কষ্ট হতো

১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি স্যার একদম সঠিক কথা বলেছেন। তাঁর কবিতা বুঝতে হলে হৃদয় আর একটুখানি চাহুনিই যথেষ্ট বলে আমি মনে করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা জানবেন আমার।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৯

বলেছেন: শুভ ১৮।
পার্ঠি টাইম - রবি ঠাকুর বরং শান্তিনগরে থাকুক।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শান্তিনগর বাহ!
অসংখ্য ধন্যবাদ জনাব। ভালো থাকবেন সব সময়।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৫

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথের তুলনা হয় না।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি সঠিক বলেছেন।
ধন্যবাদ স্যার মন্তব্যের জন্য। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৩

নজসু বলেছেন: কবিগুরুর গান ও কবিতার মধ্যে আলাদা একটা অনুভূতি আছে।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি, তা বুঝা অনেক কষ্টের। শুধুমাত্র ব্যথিত হৃদয়গণের মানুষই বুঝবেন তাঁর ব্যথিত হৃদয়ের কথা।
ধন্যবাদ আপনাকে। ভালোবাসা জানবেন।

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথমে ভাবছিলাম আপনার কবিতা । পরে দেখি রবি ঠাকুর। কিছু কিছু শব্দের পরে মন হয় স্পেস দিতে হবে।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতাটি আসলে কিভাবে ছিলো তা আমার জানা নেই। জানা থাকলে অবশ্যই সেইভাবে লেখার চেষ্টা করতাম।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭

হাবিব বলেছেন:




কবিতা পড়তে পড়তে কি মন্তব্য করবো ভুলে গেছি,
কারন চোখের সামনে মায়া ভরা ঐ আঁখি ছাড়া
আর কিছু পাইনি।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতা লিখতে লিখতে আমিও ভালোবাসার জুয়ারে চলে গিয়েছিলাম স্যার।
কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার ভালোবাসা জানবেন।

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: রবীন্দ্রনাথের তুলনা হয় না।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: তাঁর কবিতা বুঝতে হলে অনেক বুদ্ধি দরকার হাহাহা যা কিনা এখনো আমার হয়নি। তবে চেষ্টা করি বেস্টভাবে বুঝার।
ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা ও দোয়া রইলো।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার কাব্য প্রতিভার প্রকাশে
আন্দোলিত হলাম।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো কবির প্রতি
সুন্দর হোক আগামীর পখ চলা।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার দোয়া ও ভালোবাসা রইলো আপনার প্রতি জনাব। সব সময় সর্বদা ভালো থাকবেন।

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

আবু হাসান লাবলু বলেছেন: চাঁদগাজী বলেছেন:
এখনার বাংলা কবিতা অনেক অর্থবহ, রবী ঠাকুর সামুতে এলে পাঠক পেতে উনার কষ্ট হতো

সঠিক বলেছেন রবি ঠাকুর এই সময় জন্ম নিলে হয়ত এত বড় নাম ডাকের কেউ হতেই পারতেন না।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। পাশেই থাকবেন।

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আহা!
রবী ঠাকুর!!

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি হ্যা।
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: স্বশিক্ষিত নেত্রী
আপনি কি বাংলাদেশের এমপিদের মতো, স্কুল কলেজ পাশ না করেই স্বশিক্ষায় শিক্ষিত হয়ে তারপর দেশবরেন্য নেত্রী হতে চান?
এই দেশে, স্বশিক্ষিত নেতারা সাধারণত নমিনেশন নেয়ার সময় জাল সার্টিফিকেট বানায়!
আপনাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে---- :)
হ্যাপী ব্লগিং, মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। দেশের মানুষকে নিয়ে ভাবেন, কাজ করেন। ধন্যবাদ

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি অবশ্যই। আমি জানি এখনকার দেশের পরিস্থিতি খুবই জটিল বিশেষ করে আমাদের দেশের রাজনীতি। আমরা সাধারণ জনগণেরা এখন খুবই সংকটে আছি। জানিনা ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। তবে যদি কখনো সুযোগ পেয়ে থাকি আমাদের দেশের জনগণদের সাহায্য করার জন্য তাহলে অবশ্যই আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করবো।
দোয়া করবেন আমার জন্য, যাতে ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারি। অসংখ্য ধন্যবাদ।

২০| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শেয়ার।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইলো।

২১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন:

সুন্দর পোস্টে ভালো লাগা জানিয়ে গেলাম।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার ভালো লাগা জেনে খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সুমন কর বলেছেন: পড়িয়া গেলুম.......

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্য হলাম।
ধন্যবাদ আপনাকে।

২৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮

তারেক ফাহিম বলেছেন: কবিগুরুর কবিতা পড়ি কিন্তু, ভালোকরেতো বুঝি না, তবে বেশ অর্থবহ।

গুরুকে অনুসরন করে কবিতা লিখলে নিচে কবিতার সারমর্ম লিখে দিবেন ;)

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি নেস্কট টাইম অবশ্যই ট্রাই করবো।
ধন্যবাদ আপনাকে অনেক অনেক। সাথেই থাকুন আমার। দোয়া ও ভালোবাসা জানবেন।

২৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৪

সূর্যালোক । বলেছেন: কবিতা ভালো লেগেছে ।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন?

২৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: ফারিহা হোসেন প্রভা ,



সুন্দর শেয়ার ।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পাশেই থাকুন আমার।

২৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

সাহিনুর বলেছেন: আপনারা সবাই রবি ঠাকুরকে অনেক ভালবাসেন । আশা করি কোনদিন সুযোগ হলে আমাদের শান্তিনিকেতান থেকে গুড়ে যাবেন । এখানে তাহার সবই আছে ।নতুন করে আবার এখনে বাংলাদেশ সরকার একটি দারুন বাংলাদেশ ভবন গড়ে তুলেছে , সেটিও দারুন লাগবে আপনাদের আশা করি ।
এবং ধন্যবাদ ফারিহা আপনাকে এমন একটি কবিতা শোনানোর জন্য ।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার দাওয়াত গ্রহণ করিলাম। ভালো থাকবেন। ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভ রাত্রি।

২৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১২

এ.এস বাশার বলেছেন: গুরুর কবিতা.... শেয়ার করার জন্য ধন্যবাদ...

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব। পাশেই থাকুন। শুভ রাত্রি।

২৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯

স্বপ্নডানা১২৩ বলেছেন: রবি ঠাকুরের মানের তুলনায় এই কবিতা দুর্বলইই বলা চলে।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভ রাত্রি। ভালো থাকুন।

৩০| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:২৪

কবির নাঈম দোদুল বলেছেন: বেশ লিখেছেন। শুভ কামনা।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ আপনাকে জনাব।

৩১| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৬

সূর্যালোক । বলেছেন: কোন বইয়ে জানি পড়েছি । ,আবার পড়লাম ধন্যবাদ ।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশেই থাকুন।

৩২| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯

আবু হাসান লাবলু বলেছেন: অমাহিক কবিতা

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: তাই? বাহ! আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগছে যে আমি এই কবিতাটি পড়ে ব্লগে পোষ্ট করতে পেরেছি।

৩৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১২

অলিউর রহমান খান বলেছেন: কি অপূর্ব কবিতা! আমার কাজী নজরুল ইসলামের কবিতা ও বেশ ভালো লাগে।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতা বলতেই এক অপরূপ অজানা ভালো লাগা....
সবারই উচিৎ বেশী বেশী কবিতা পাঠ করা। ধন্যবাদ আপনাকে জনাব। শুভ রাত্রি।

৩৪| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

এস এম ইসমাঈল বলেছেন:
রবি ঠাকুরের কবিতা পড়তে গেলে অনেক জ্ঞান আর ধৈর্য লাগে।
আর সে দুটি গুণের একটিও আমার মাঝে নেই। সুন্দর, সহজ আর নিরাভরণ একটা কবিতা পোষ্ট করার জন্য, প্রভামণিকে ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন। আমার ভালবাসা জানবেন।

৩৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

ধ্রুবক আলো বলেছেন: পড়ে গেলাম.....

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কেমন লাগলো?
আমি জানি অবশ্যই ভালো.....

৩৬| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: আপনার সৌজন্যে কবিগুরু'র একটি অজানা এবং অপঠিত কবিতা পড়লাম। ধন্যবাদ আপনাকে, কবিতাটি এখানে শেয়ার করার জন্য।
পোস্টে প্লাস। + +

৩৭| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: অনেকদিন আপনাকে ব্লগে দেখি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.