নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারজানা আখি

Life is still young , really young ...

ফারজানা আখি › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ - তসলিমার আত্মজীবনী ও বহু বিবাহ

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

সামুতে এন্ট্রি নিয়ে কি সমস্যায় পড়লাম রে বাবা !!...লিখতে হবে , ভালো লিখে মোডারেটর দের দৃষ্টি গোচরীভূত হয়ে ফাস্ট পেইজ এ অ্যাকসেস নিতে পারলেই কেবল অন্য পোস্ট এ কমেন্ট করা যাবে...বস্তুত , আমি একজন সর্বভুক পাঠক । আর ,আমার ভুমিকা বরাবরি পাক-ইন্ডিয়া ফাইনাল ক্রিকেট ম্যা্চে , উত্তাল বিক্ষুব্ধ জনসমুদ্রে প্যাভিলিয়ন এ বসা শান্ত , নিরুদ্বিগ্ন ,নিরপেক্ষ দর্শকের মত...খেলা ও দর্শকের তাণ্ডব দুটোই দেখি , এর পুরো রস আস্বাদনে বিনোদিত হই , আবার খেলা শেষে বাড়ি চলে যাই ...প্লেইন অ্যান্ড সিম্পল ...:-D



-কি নিয়ে লিখবো বুঝতে পারছিনা ...তবে , কদিন ধরেই একটা বিষয়ে মস্তিষ্ক ও রিহদয়ে জোর আন্দোলিত হচ্ছে ...তা নিয়েই লিখছি...ভালো না খারাপ জানিনা...আমার মত টাই লিখছি ...মস্তিষ্কের ক্ষরণ শুরু হয়েছে ,তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক বইগুলো পড়ার পর থেকেই... বলতে দ্বিধা নেই , মানসিকভাবে আমি একজন রক্ষণশীল মুসলিম নারী।ছোটোবেলা থেকে এই বড়বেলা অবধি লম্বা একটা সময় যে ধর্মীয় অনুশাসনে বড় হয়েছি , যেসব মুল্যবোধ ধারন করেছি তার পক্ষে বড় শক্ত , সঙ্ঘাতমূলক হয়ে যায় তসলিমার বোধগুলো নিয়ে চিন্তা করতে গেলে... !!!



-এমন না যে , আমি উনার লেখা পড়ে হিপনোটাইজড হয়ে পরেছি বা ধর্ম অথবা আল্লাহ্‌ , সামাজিক সংস্কার কে মানি বলেই তসলিমার মতানুসারে নিজেকে নির্বোধ , পুরুষ প্রজাতির কাছে

অসহায় আত্ম সমর্পিতদের কাতারে নিজেকে শামিল করে ফেলছি। আমার কাছে , হিজাব -পর্দা প্রথা সেরেফ একটা শালীন ভদ্র পোশাক । এই পোশাক ধারন করাটা যে নারী প্রগতির অন্তরায়

তা কিন্তু কখনোই মনে হয়নি !...লাইফ ইজ বিকামিং টু টাফ নাউ-আ-ডেজ ... এখন আর কারো ব্যক্তিগত পছন্দ-অপছন্দের পোশাক নির্বাচন নিয়ে মেল/ফিমেল ডিস্ক্রিমিনেশন করাটা উচিত নয়।

মেয়েরা স্বীয় মেধা , কঠোর অধ্যবসায় আর পরিশ্রম দিয়েই সমাজের সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রতিষ্ঠা করছে !!! ...ইন হিয়ার , ড্রেস কোড ডাজনট ম্যাটার ফর স্টাব্লিশমেন্ট ইন লাইফ !!



-এনিওয়ে , তসলিমার ইন ফ্যাক্ট ,কোন নামকরা সেলিব্রিটিস বা সাহিত্যিকেরই ব্যক্তিগত যৌন জীবন নিয়ে আমার মাথাব্যথা নেই !...সেক্স নিয়ে উনার ব্যক্তিগত অভিজ্ঞতার সরল অকপট

স্বীকারোক্তি নিয়ে পক্ষে - বিপক্ষে অনেক বিতর্ক হয়েছে ...আমি আর তা উসকে দিতে চাইনা ...উনার মত উনি দিয়েছেন , প্রত্যেকের ই অধিকার আছে তার নিজের জীবন , স্বীয় দর্শন অনুসারে যাপন করার...যদি তা অন্য কারো সমর্থন যোগ্য নাও হয় তা নিয়ে কাউকে গাল বকে হেনস্থা করা ঠিক নয়...তবে , উনার লেখা পড়ে ভিন্ন একটা ভাবনা আমার মাথায় এসেছে !



-তসলিমা তৎকালীন আধুনিক , প্রগতিশীল , শিক্ষিত সমাজের প্রেমময় জীবনের যে চিত্র অলঙ্করন করেসেন , তা যদি সত্য হয় ...তাহলে , ইসলাম যে বহুবিবাহ প্রথা সমর্থন করে তা নিয়ে

তথাকথিত প্রগতিশীলরা এতো চিৎকার চেঁচামেচি করে কেন?...এখনো চারপাশে অনেক অনুরনন শুনতে পাই পরকীয়ার ...একজন পুরুষ বা নারী যখন তার স্বামী বা স্ত্রীর প্রতি সব ডেডিকেশন অগ্রাহ্য করে পরনারী বা পর পুরুষের সাথে শারীরিক বা মানসিক সম্পর্কে জড়িয়ে পড়েন , তখনি তো তারা তাঁদের সবথেকে বড় এক্সপ্লয়টেশন টা তাঁদের নিজ নিজ পার্টনার এর সাথে করেই ফেলেন !!...পার্থক্য টা এখানে তারা এটা করেন সমাজ , নিজেদের পরিবার- পরিজন কে এটা লুকিয়ে আর ইসলাম এই ইলেগাল সম্পর্ক টাকেই লিগালাইজেশন দিতে বোলেছে ...!!!



-যদি হিম্মত থাকেতো বিয়ে করুন । আপনাদের রক্ষিতা , লুক্কায়িত , প্রকাশ্য প্রেমিকাদের বিয়ে করে , স্বীকৃতি দিয়ে তাদের সাথে ইনসাফ করুন । নইলে একজনকে নিয়েই সুখে থাকুন।

চুরি করে ,আর ব্যভিচার নয় জরায়ুর স্বাধীনতার নামে !!!



-যদি আমরা ইসলামি আইন কানুন মানতাম তাহলে সমাজে নিশ্চয়ই টানবাজার পতিতালয় বা ব্রথেলহামের অস্তিত্ব থাকতো না ! নিশ্চয়ই আল্লাহ্‌ মেহেরবান ...আমীন ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ময়নামতি বলেছেন: প্রথমে সামহোয়্যার ইন ব্লগে আপনাকে স্বাগতম।

সিসটার প্রথমে এসে এমন একটি বিষয় আপনি বেছে নিয়েছেন যা অনেক বিতর্ক সৃস্টি করবে।
আপনার মূল্যায়ন অবশ্যই ভাল , চিন্তাধারাও ।
মুল্যবোধ আর নৈতিকতা নিয়ে আমরা ভাবি না আর যারা লিখক তারা ইমোশনাল লিখা দিয়ে জনপ্রিয়তা অর্জন করতে চায়।
আপনি নারী হয়েও ভাল চিন্তা করেছেন তাই আপনাকে ধন্যবাদ।
এখানে নোংরামী ছড়ানোটাকে জনপ্রিয়তার মাপকাঠি মনে করা হয়। আপনি আলাদা তাই শ্রদ্ধ্যা।

পোস্টে প্রথম প্লাস। ++++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

ফারজানা আখি বলেছেন: ময়নামতি,নিশ্চয়ই জানবেন ,প্রথম ভালোবাসার স্বর্গীয় অনুভূতি
কিন্তু জীবনের পড়ন্ত বেলায় ও অনুভবে নিখাদ জলতরঙ্গের সৃষ্টি করে ...আপনি প্রথম কমেন্ট করেছেন , যদি আপনার সার্বিক মূল্যায়ন আমার দৃষ্টিভঙ্গির প্রতিকূলে ও যেতো , তাও হয়তো আমি এমন বালখিল্যসুলভ চপলতায় ভেসে যেতাম !!.. তায় , আপনার এতো সুন্দর অনুপ্রেরনাদায়ী কমেন্ট ও প্লাস !!!...এ যে , মেঘ না চাইতেই বৃষ্টি !!...Really I have no words to express my emotions right now !!..

---অনেকদিন পর যখন আমি ব্লগে পুরনো হয়ে যাবো , তারপরেও হয়তো আমি এই প্রথম নান্দনিক সুখস্মৃতি টুকু স্মৃতিপট থেকে হারাতে চাইবোনা...!!!...সামুতে কমেন্ট করতে পারছিলাম না , আর এই বিষয়টা তাৎক্ষণিকভাবে মাথায় ঘুরছিল ..লিখে ফেললাম । আমি আমার ক্ষুদ্র জ্ঞান এ যা বুঝি , তাই লিখেছি ..বিতর্ক ,গঠনমূলক সমালোচনাহোক..পরস্পরের
দর্শন শেয়ারিং হোক !...বিপক্ষীয় মতানুসারীদের ও সাধুবাদ জানাই আমার পোস্ট এ ।ধন্যবাদ ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

খেয়া ঘাট বলেছেন: মেয়েরা স্বীয় মেধা , কঠোর অধ্যবসায় আর পরিশ্রম দিয়েই সমাজের সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রতিষ্ঠা করছে !!! ...

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

ফারজানা আখি বলেছেন: খেয়া ঘাট , কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
কিন্তু কমেন্টের শেষে Exclamatory sign কেন দিলেন , বুঝিনি ... :-)

৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

দুঃখিত বলেছেন: সবাই যদি এমন ভাবে বুঝতো !!!! আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে শুধু শুধু আমাদের পাঠান নি । বুদ্ধি থাকা সত্ত্বেও নির্বোধ মানুষ !!!

যাই হোক , শুভকামনা আপনাকে :) ভালো থাকবেন

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

ফারজানা আখি বলেছেন: অনেক ধন্যবাদ । আল্লাহ্‌ পাক আমাদের উপযুক্ত জ্ঞান অন্বেষণের তৌফিক দিন , আমীন । আপনাকে ও শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.