নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারজানা আখি

Life is still young , really young ...

ফারজানা আখি › বিস্তারিত পোস্টঃ

হংস পাখায় লেখা ..

০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

তুমি নেই এই শূন্যতার থেকেও ...

তুমি আমাকে বরাবরের মতই ঘিরে আছো ,

অটল প্রাচীরের মত আমায় বেষ্টন করে আছো ...

এই সুতীব্র ভালোবাসার বোধটাই আমায় আলোড়িত করে ,জানো...



এখনো প্রবল ঝড়ে যখন আমি বিধ্বস্ত হয়ে যাই...

হতাশায় ম্রিয়মান , পর্যুদস্ত আর ভীষণ ক্লান্ত ...

তৃষ্ণার্ত চাতকের মত দিশেহারা হয়ে যাই

যেন ,ঝরা পাতাগুলোর মতই অসহায় আত্মসমর্পিত ...



ঠিক তখনি তোমার অবয়বটা দিবালোকের মতই

মূর্ত হয়ে ওঠে , জানো ?

হয়তো ছুঁতে পারিনা তোমায়...

কিন্তু , তুমি মহীরুহের মতই আমাকে আগলে রেখে , বলো

এই ওঠো ! তুমি আছো , আমি আছি ...



পাদটীকা : I never tried for writing poem !!..কারন , খুব ভালো করেই জানি ছাগল কে দিয়ে হালচাষ হয়না !! ...কবিতা লেখা ও ভালো কবিতা বোঝার মত প্রতিভা নিয়ে আমি এই ধরাধামে আসিনি..Truth hurts...::P...রাত জাগার অভ্যাস নেই , তাই যখন কাজের প্রেশারে রাত জাগতেই হয় ...আমি মুহূর্তগুলোকে অর্থবহ করার চেষ্টা করি , যাতে ঘুমটাকেই আমার শ্রেয়তর আনন্দময় না মনে হয় !! ভালোবাসার কবিতা পড়া , গান শোণা , বই পড়া , আমার রাত জাগা পাখি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাজ করার অনুপ্রেরনাটুকু খুঁজে নেই ।



--কাল , অনেক কবিতা পড়ার ফাঁকে মনে হোল নিজে কিছু লিখি । সেই অর্থে , এটাই আমার লেখা প্রথম কবিতা । আজ রিভিউ করে মনে হচ্ছে , এটাতো ছাইপাঁশ হয়ে গেলো !!!...তাল , লয় , ছন্দের ঠিক নেই । ডেল দিতে গিয়েও নিজেকে ফিরিয়ে নিলাম , কারন প্রথম প্রেম ও প্রথম সৃষ্টি হোক তা অকিঞ্চিৎকর , রিহদয়ে বীনার ঝঙ্কার তুলতে যথেষ্ট ...:)

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

একাকি উনমন বলেছেন: অনেক সুন্দর হয়েছে লেখা টা

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

ফারজানা আখি বলেছেন: তবে আমার কবি বন্ধুরা বলেছে , এটা নাকি ভালো হয়েছে , তবে কবিতা হয়নি !!.. =p~ =p~ =p~ =p~

২| ০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

কালীদাস বলেছেন: পড়লাম, চালিয়ে যান :)
অফটপিকে বলি; এই নামে একজনকে চিনতাম, আপনি কি টিচার??

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

ফারজানা আখি বলেছেন: ধন্যবাদ কালিদাস । চেষ্টা করবো চালিয়ে যেতে তবে অবশ্যই প্রবন্ধ ।পদ্যের খাতার কফিনে শেষ পেরেকটা ঠুকেই দিয়েছি । কারন ও আমার জন্য নয় !...:D

-জি না , আমি নিতান্তই অপরিচিত ,অভাজন গোত্রীয় । পাবলিকলি সামুতেই প্রথম লিখছি । আইটি প্রফেশনাল । তবে , আপাতত এখন একটা স্কুলে পড়াই । আবার আপনি আমার স্বল্প পরিচিত বন্ধুদের কেউ ও হতে পারেন । হয়তো ছদ্মবেশে আছেন । :-/ বিচিত্র কিছুই নয় !! Life is mysterious ... :D

৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

এহসান সাবির বলেছেন: এখনো প্রবল ঝড়ে যখন আমি বিধ্বস্ত হয়ে যাই...
হতাশায় ম্রিয়মান , পর্যুদস্ত আর ভীষণ ক্লান্ত ...
তৃষ্ণার্ত চাতকের মত দিশেহারা হয়ে যাই
যেন ,ঝরা পাতাগুলোর মতই অসহায় আত্মসমর্পিত ..

আমার কথা গুলো আপনি লিখে ফেলেছেন....

কবিতায় ভালোলাগা।

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

ফারজানা আখি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ । যেকোনো হতাশাই আপনি কাটিয়ে উঠুন সেই শুভকামনা রইলো।

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

রাইসুল সাগর বলেছেন: কবিতা অনেক ভালো হইছে। পিলাচ।
শুভকামনা নিরন্তর আপনার জন্য।

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

ফারজানা আখি বলেছেন: বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সাগর ।এই লেখাটায় এমন অনুপ্রেরনাদায়ী প্রতিক্রিয়া পাবো , সত্যি বুঝতে পারিনি !!...টিনের চালে কাক , আমিতো অবাক ... :-<

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

রাইসুল সাগর বলেছেন: টিনের কাক কাক কাক কাক
আপনি হইছেন অবাক,
কবিতা লিখুন ঝাঁক ঝাঁক ঝাঁক ঝাঁক। :P

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

ফারজানা আখি বলেছেন: বিষণ্ণতা তোমায় এবার দিলাম ছুটি ...
দেখেছো , আমি সেজেছি নিলাম্বরী ... ?

নব্য কবির উত্থান B-) :-P ।। আপনারা পছন্দ করলে এরকম আগামাথা/সৃষ্টিছাড়া কবিতা লিখবো , সে আমার ইচ্ছে ...Who Cares ?... B-)) =p~

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

অপ্রচলিত বলেছেন: প্রথম কবিতা হিসেবে দারুণ হয়েছে। চালিয়ে যান, এমন আরও অনেক সুন্দর কবিতা দেখার অপেক্ষায় থাকলাম।

আর একটি বিষয়। এভাবে কারো মন্তব্যর প্রতিউত্তর দিলে যাকে প্রতিউত্তর দিলেন সে কোন নোটিফিক্যাশন পাবে না। মন্তব্যর উপরেই দেখুন একটি সবুজ বাঁকানো তীর দিয়ে বলা হচ্ছে " মন্তব্যটির উত্তর দিন ", ওখানে ক্লিক করে প্রতিউত্তর করুন।

ভালো থাকুন সর্বদাই।

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫

ফারজানা আখি বলেছেন:
অন্তরের অন্তস্থল থেকেই আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই এতো চমৎকার একটা ফলপ্রসূ কমেন্ট করার জন্য । দেখুন কান্ড , আমি ব্লগে একেবারেই নতুন , তায় অল্প সময়ের জন্য আসি । বুঝতেই পারছিলাম না কি বোকামি করছি !! হুম , আজকেই আরেকটা পোস্টের কমেন্ট এ ভুলটা ধরিয়ে দিয়েছেন আরেকজন।
আর , এই কমেন্ট টাও এখন দেখলাম ... আপনিও অনেক ভালো থাকুন ।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

গোল্ডেন গ্লাইডার বলেছেন: কবিতা ভালো হইছে :)
++++++

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

ফারজানা আখি বলেছেন:
ধনে পাতা , ধনে পাতা ... :-D জানিয়া অতিশয় প্রীত ও আহ্লাদিত হইলাম ... :-P

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

মুনেম আহমেদ বলেছেন: কবিতা সম্পর্কে আমার জ্ঞান কম শুধু পড়ি আর মূগ্ধ হই এ পর্যন্তই। তাই কবিতা হয়েছে কিনা বলতে পারবনা তবে ভাল লেগেছে ভাল লিখেছেন।

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯

ফারজানা আখি বলেছেন:
আমি আপনার থেকে আরেক কাঠি নীরস । কবিতা একেবারেই বুঝিনা তাই বিখ্যাত কবিদের কবিতা পড়াও হয়না !!তবে , আমার কিছু কবি বন্ধু আছেন , ওরা ফেসবুকে ওদের লেখা কবিতা শেয়ার দিলে পড়ি । এভাবে পড়তে গিয়েই হটাত করে লিখে ফেললাম । ওরা বলেছে , এটা মোটেও কবিতা হয়নি , ডায়েরী লেখা হয়েসে !!... :-D..আপনাদের ভালো লাগছে জেনে অনেক খুশি লাগছে ... :-)

৯| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাঠক চায় পাঠ আর আপনার প্রথম কবিতাটি আমি মিস করছি কিনা তেমন মনে পড়ছে না তাই আপনার ব্লগে দেখে চেষ্টা করলাম পড়ার জন্য । কবিতা একবার পাঠে বোধগম হয়না। বার বার পড়া লাগে । চেষ্টা করব বার কয়েক পড়ার জন্য।
কবিতা আমার অনেক ভাল লাগে । কবিতা হল কবির নিজের কথা, মনের কথা.....।
ভাল থাকবেন ভাল থাকাই যেন চাই।

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৫

ফারজানা আখি বলেছেন: আমি আসলে কবিতা তেমন বুঝিনা । কবিতা লিখতেও পারিনা ।
হটাত করেই সেদিন মাথায় আসলো এই ক'টা লাইন । লিখে ফেললাম ।আপনাদের ভালো লাগছে জেনে , সত্যিই খুশি হলাম ।
ভালো থাকুন , সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.