![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--আমি রাজনীতি বুঝি না । রাজনীতির চর্চা ও করিনা !!! ...বর্তমানে , বাংলাদেশে রাজনীতির নামে যে হিন্দি সিরিয়ালের কুটনামি , অসৎ চর্চা চলে , সত্যি বলছি , সবকিছুই আমার মাথার ৪ ইঞ্চি উপ্রে দিয়া যায় !!
--যখন ,কট্টর আওয়ামী ও বি-এন-পি সম্প্রদায়ের কারোর মধ্যে বিবদমান পারস্পরিক বাকযুদ্ধের মুখোমুখি হয়েই যাই ,এতো আত্ম-সংঘাতমূলক কথার সম্মুখীন হই , টোটালি পাজলড হয়ে যাই । তখন , নিজের ক্ষেত্রে আমার একটা অনেস্ট রিয়েলাইজেশন হয় যে , আমি এবং বাংলার বেশিরভাগ আমজনতা হলাম , আবুল ঘরানার অন্তর্ভুক্ত। যাদের নিয়ে ,এসব তথাকথিত জাতির বিবেক নামধারী , Self Oriented , বাকপটু পলিটিশিয়ানরা নিজেদের স্বার্থেই প্লে করেন ... :-(
-তবে,একটা দলকে সাপোর্ট করতেই হয় । তাই ,মুক্তিযুদ্ধে অতীত
ইতিহাস , কিছু ত্যাগী নেতার ব্যক্তিত্ব ও সামগ্রিক দিক পর্যালোচনা করে আওয়ামী লীগকেই সব দলের থেকে প্রেফার করি ।কিন্তু,আমি এই লীগকে কোনভাবেই বুঝতে পারছিনা !!!প্রহসনের নির্বাচন ,
বিরোধী দল-বিহীন সংসদ , শামীম ওসমান নামের হাই প্রোফাইল সন্ত্রাসীদের নিজের ছত্রছায়ায় রাখার যৌক্তিকতা কতটুকু ?? আর , আজ এ আমি কি শুনলাম ??? !!!!
-যেই দেশে সাগর-রুনির মত নিরীহ ,সৎ ,আত্মনিবেদিত সাংবাদিক
জুটির টুকরো লাশ বেডরুমে পরে থাকে। আর ৪৮ ঘণ্টার মধ্যেই দেশোদ্ধার করে ফেলার ঘোষণা দিয়েও ,এতো মানববন্ধন , গোটা জাতির চাওয়ার পরেও ২বৎসর অতিক্রান্ত হয়ে গেলো , খুনিকে ধরা হয়না । রাজনৈতিক প্রতিহিংসার অসহায় শিকার মেধাবী , ইনোসেন্ট একটা বাচ্চা , ত্বকীর খুনিদের বিচার হোলনা ... !!!
-- তায় ,আটককৃত দশ ট্রাক অস্ত্র মামলায় প্রতিপক্ষ দলের নেতৃ-স্থানীয় রাজনীতিকদের ফাঁসির রায় হয়ে গেলো ???!!!!! ... :-O ...
যেখানে অপরাধ প্রমানিত হলে , সর্বোচ্চ সাজা যাবজ্জীবন দেয়াটাই ফেয়ার !!!....
--হয়তো এর পেছনে ও ক্ষমতা কুক্ষিগত রাখার নীল-নকশার মত , স্ট্রং লজিক আছে । আমার মত অভাজনের তা অবশ্য বোঝার কথা
নয় !! তবে , এটুকু অন্তত বুঝি , প্রতিহিংসার রাজনীতি কখনো নিজের দলের জন্যই , শুভ ও প্রীতিকর ফল বয়ে আনেনা !!! ...
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
ফারজানা আখি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩
গ্রীনলাভার বলেছেন: মনেতো হচ্ছে সবে শুরু। আরও কত চমক যে অপেক্ষা করছে.....
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
ফারজানা আখি বলেছেন: জি ,রাজনৈতিক মাঠে চমকের পর চমক দিয়ে নেতারা
আমাদের ব্যতিব্যস্ত রাখছেন । রাখতেই পারেন । বিনোদিত
হতে কার না ভালো লাগে ?? তবে , সমস্যাটা হোল এখন
এটা প্র্যাকটিক্যাল জোক হয়ে গেছে , যার দাম জনতাকে
রক্ত দিয়ে শোধ করতে হচ্ছে ... :-(
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কাউকে না কাউকে খুশী তো করতেই হয়। এই খুশী করতে গিয়ে অনেক কিছুই করতে হয়। ক্ষমতার মোহ বড়ই লোভনীয়। লোভনীয় কিছু পাইতে অনেক কিছুই বিসর্জন দিতে হয়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯
ফারজানা আখি বলেছেন:
ঠিক ই বলেছেন , " ক্ষমতার লোভ বড়ই লোভনীয় ।
ক্ষমতার মোহ বড়ই লোভনীয়। লোভনীয় কিছু পাইতে
অনেক কিছুই বিসর্জন দিতে হয়। "
আপনাকে অনেক ধন্যবাদ , পোস্ট টি পড়ে এতো
চমৎকার একটা কমেন্ট করার জন্য ।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩
মুদ্দাকির বলেছেন:
সাগর রুনির পোষ্ট মর্টেম নিয়ে লিখেছিলাম !!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫
ফারজানা আখি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে এতো চমৎকার একটা লেখার লিঙ্ক
দেয়ার জন্য । ভালো থাকবেন ।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: লেখাটা সুন্দর হয়েছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬
ফারজানা আখি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ... :-)
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নিয়মিত লিখেন । আপনার লিখাতে গতানুগতিক ভগ্ঙিমা লক্ষ করা যায়। ভাল করবেন একদিন।ভাল থাকবেন বিনদ্র শ্রদ্ধা রইল।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
ফারজানা আখি বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য ...
আর জি হ্যাঁ , গতানুগতিক টোন হলেও এটাই আমার
লেখার সহজাত ও ন্যাচারাল টোন ... হয়তো টোনটা
পাল্টাতে পারবোনা .অশেষ শ্রদ্ধা রইলো ...
ভালো থাকবেন ...:-)
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরো লিখেন। অপেক্ষায়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
ফারজানা আখি বলেছেন: জি , চেষ্টা করবো ... তবে , ব্যক্তিগত ব্যস্ততায় ফুল
কনসেনট্রেশন দিয়ে লিখতে পারবোনা বলেই দূরে আছি
আপাতত ... একটু নিজেকে গুছিয়ে নিতে পারলেই পূর্ণোদ্যমে
শুরু করবো ইনশাল্লাহ । দোয়া করবেন , ভালো থাকবেন ।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়তো এর পেছনে ও ক্ষমতা কুক্ষিগত রাখার নীল-নকশার মত , স্ট্রং লজিক আছে । আমার মত অভাজনের তা অবশ্য বোঝার কথা
নয় !! তবে , এটুকু অন্তত বুঝি , প্রতিহিংসার রাজনীতি কখনো নিজের দলের জন্যই , শুভ ও প্রীতিকর ফল বয়ে আনেনা !!! ...
+++++++++++++++++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
ফারজানা আখি বলেছেন:
অনেক কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ... :-)
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
একজন ঘূণপোকা বলেছেন: সুন্দর
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
ফারজানা আখি বলেছেন: ছোট্ট কমেন্ট টি আপনার নামের মতই সুন্দর ও অর্থবহ ... ধন্যবাদ... :-)
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... দেশ যে কোন দিকে যাচ্ছে, এক আল্লাহ জানে !!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
ফারজানা আখি বলেছেন:
অনেক সুন্দর একটা কথা বলেছেন ।
ধন্যবাদ ও শুভ কামনা ।
১১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:২৫
মুসলিম মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপনাকে খুব সুন্দর লিখেছেন।
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:১৫
ফারজানা আখি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ .... :-)
১২| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৩০
মুসলিম মাহমুদ বলেছেন: খুব সুন্দর
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:১৭
ফারজানা আখি বলেছেন: ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা .।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
সাধারণ মুসলমান বলেছেন: লেখাটা সুন্দর হয়েছে।