নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারজানা আখি

Life is still young , really young ...

ফারজানা আখি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার চিঠি -- সাম সুইট মোমেন্টস আনফরগটেবল...

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:১০

--আজকের মত এমনি এক মাতাল করে দেয়া ঘন ঘোর বরিষায়

প্রিয় সখীকে দু'কলম লিখেছিলাম... মনে পড়ে গেলো । মাই

সুইট মেমোরিজ রি-কলিং ।



--আমার এই অতি প্রিয় সখীটি চিরকুমারী সংঘ থেকে ইস্তফা দিল !!! আয় , হায়রে !!... আগামী ২৬শে মার্চ ওর বিয়ে ... :-) ...



৩রা মে , শুক্রুবার , ২০১৩ ।

১০ টা বেজে ২২ মিনিট ।



-- সুচরিতাসু ,



Burning Desire ,



--- আজ ভোরবেলা ঘন বর্ষণের শব্দ শুনে ঘুম থেকে উঠেছি , সেই থেকে মন ভারী উচাটন ... ইচ্ছে হোল তোমায় পত্র লিখি...

এমনধারা ডিজিটাল পত্র না , মনভোলানো কারুকার্যময় রাইটিং প্যাড এ , বেলী ফুলের সুগন্ধ মেশানো , আমার হাতের লেখা গোটা গোটা শব্দের চিঠি ...



---মনমাতানো সুগন্ধ , হাতের লেখা , লেখনী আর লেখিকা সবকিছুই একাধারে তোমার মনটাকে আন্দোলিত করুক , তাই আমি চাইতাম...:-P...যাকগে ওসব ছেঁদো কথা ...



---কখনো কখনো এমন হয় , অনেক মানুষের সান্ন্যিধের ভিড়েও , আমাদের চোখ দুটি ও রিহদয় প্রিয় মানুষের উষ্ণ সাহচর্য খুঁজে বেড়ায় ...।....যদি আমি ঢাকা তে থাকতাম , অবশ্যই তোমার বাসায় ছুটে যেতাম , হাতে একগুছো ফুল নিয়ে ...



---উন্মাতাল করা বৃষ্টিতে , আলোআঁধারির মাঝে , তোমার লেখা কবিতা শুনতে শুনতে আমি ফুলগুলো দিয়ে " ইকেবানা " সাজাতাম...।...হয়তো এ সবই ধন্য আশা কুহকিনী , কিন্তু , সুন্দর স্বপ্নগুলোই আমাদের মনকে শান্ত ও প্রেরনাদীপ্ত করে...ভালো থেকো...:-)





প্রিয় সখি,

১১ টা বেজে ২ মিনিট ।



সকাল বেলাতেই এমন এক খানা সুন্দর চিঠি (হোক তা ডিজিটাল) পেয়ে যারপর নাই আনন্দিত বোধ করছি... আজকাল ইমেইলের ভিড়ে চিঠি জিনিসটাই রূপকথার মত হয়ে গিয়েছে...



সে যাক গে... এতো ভিড়ের মাঝে হঠাত কেন এই অধমের সান্নিধ্য পাওয়ার ইচ্ছে হল তা জিজ্ঞেস করবো না, আমাকে প্রিয় মানুষ ভেবে নিয়েছ এই আমার পরম পাওয়া...



এ কথা ঠিক যে মাঝে মাঝে আমারও ইচ্ছে করে এই ছকে বাঁধা জীবন থেকে কিছুদিনের জন্য হলেও ছুটি নেই, চলে যাই দূরে কোথাও যেখানে আছে পাহাড়, পাহাড়ি নদী, নীল আকাশ, সবুজের সমারোহ... আর সঙ্গীটি যদি হও তুমি তাহলেতো কথাই নেই...!



দুই সখি মিলে সকাল থেকে সন্ধ্যা অব্দি বসে থাকবো কোন নদীর পাড়ে নয়ত পাহাড়ের সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাবো গল্প করতে করতে... কখনও সেই রাস্তার ধারে নাম না জানা কোন বুনো ফুল তুলে গুঁজে নেবো আমাদের খোপায়...! সে ভারী মজা হবে তাইনা...?



হয়ত এই ইচ্ছে গুলো আজীবন স্বপ্ন হয়েই থাকবে আমাদের আঁখি পাতে... ক্ষতি কি, তাই নাহয় থাকুক... আমরা নাহয় আমাদের স্বপ্নের ঘুড়ি উড়িয়েই আনন্দ পাবো... কিংবা হঠাত কোনদিন স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে...!! সেই আশাতেই থাকলাম... ভালথেকো তুমিও



পুনশ্চঃ তোর মত করে গুছিয়ে মনের মাধুরী মিশিয়ে লিখতে পারিনে সখি, লেখার ব্যর্থ চেষ্টা করলাম আর কি...





প্রিয় সখি,

১২ টা বেজে ২২ মিনিট ।



নিজেকে এমন করে বোলনা , আমি জানি , তোমার মত এতো সুন্দর কাব্য করার প্রতিভা আমার নেইকো ... রসেবসে দু--এক খানা লিপিকা লিখে ফেলি , হয়তো এর শব্দ ও বাক্যসম্ভার আকর্ষনীয়া না হতে পারে...কিন্তু , জেনো আপন মনের মাধুরী মিশিয়েই তা লিখেছি , যাতে কোনো খাঁদ নেই ।



আমি খুব অল্পতেই মুগ্ধতার ভান করি , কিন্তু , জগতে খুব স্বল্প বিষয় ই আমার মনোজগতের বহুমাত্রিক স্তরের , সরবোচ্চ পর্যায়ে আলোড়িত করতে পারে ,...তুমি হচ্ছ আমার সেখানের আপনার জন ...বনলতা সেন .....যার উপস্থিতি আমার ক্লান্ত ও বিপর্যস্ত মনটাকে শান্ত করে..।... আমাকে প্রনোদিত করে , সত্যি বলছি ..



হ্যাঁ , তোমার স্বপ্ন টা অনেক সুন্দর , যদি সত্যি হোত !!...হয়তো হবে , হয়তো না...কিন্তু , জানো , আমার কল্পলোকের তাগড়া ঘোড়া টা এখনি ছুটতে শুরু করে দিয়েসে , বশ মানাতে পারছিনা কিছুতেই ।



আর , তোমার উত্তর চিঠি টা পেয়ে কেবলি মনে হচ্ছে , এই পোস্ট টিকে পাবলিক করে দেই ...তাহলে হয়তো , আমার "ফলোয়ার করো আনদোলনের " বেগটা ত্বরান্বিত হতো...:-P ...হা হা হা ।....যাইহোক , ও কর্ম টি আর করতে চাইছিনে ... এমনিতেই ভেতরকার ভালোবাসা বেশ প্রকাশ করে ফেলেছি !!!...লোকে নেকু ভাবছে , নির্ঘাত !!!.....



--ভালো থেকো ,



--ফারজা ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারূণ ভাব মিশ্রিত চিটিগুলো ভাল লাগল। তাই একটানে পড়ে নিলাম।ভাল লাগা রইল।

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮

ফারজানা আখি বলেছেন: যতই ছাইপাঁশ লিখিনা কেন , আপনি নিয়ম করে আমার লেখা পড়ে ,আমাকে সুন্দর সব কমেন্ট দিয়ে উৎসাহিত করেন , তাই আন্তরিক কৃতজ্ঞতা আপনাকে ... :-)

২| ২৩ শে মার্চ, ২০১৪ ভোর ৫:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: চমৎকার চিঠি ! :)

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

ফারজানা আখি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ... :-)

৩| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে কি আমার আপনার লিখা সত্যি ভাল লাগে আর আপনি ভালই লিখেন তাতে সন্দেহ নেই।
ভাল থাকবেন।

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৭

ফারজানা আখি বলেছেন:
আন্তরিক ধন্যবাদ আমাকে এতো চমৎকার কমপ্লিমেন্ট দেয়ার জন্য । নিরন্তর শুভকামনা ।

৪| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৮

ফারজানা আখি বলেছেন: ধনেপাতা ... :-)

৫| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৭

আমিনুর রহমান বলেছেন:




ভালোবাসায় ভরা চিঠিময়ে +++

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৭

ফারজানা আখি বলেছেন: আপনার ভালো লাগছে জেনে খুশি হলাম ... :-)

৬| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০০

রুদ্র জাহেদ বলেছেন: ভালোবাসায় পরিপূর্ণ চিঠি।দারুন খুব ভালো লাগল

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

ফারজানা আখি বলেছেন: খুশি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.