| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরর্থক লেখা, নিরর্থক এই চাওয়া আমার জন্য নতুন কোন কিছু না। এমনটা হচ্ছে, হতেই থাকে, হয়ত হবেও। আমার নিয়তিই এমন। জীবনে ভর করে আছে ব্যাখ্যা হীন এক নরক যন্ত্রণা। জীবনের একটা সময় বিবেকের চেয়ে আবেগের মাঝে কাটিয়ে ছিলাম। বিবেকের চেয়ে আবেগের উপর ভর করে গড়তে চেয়ে ছিলাম অন্য ভুবন। কিন্তু বিবেক ফিরে আসলেও এখনো আবেগের অশরীরী ছোঁয়া লেগে আছে। তাই আজও আমি ক্লান্ত, পরিশ্রান্ত। তবুও এই নিরর্থক লিখা লিখির মাঝে চাওয়াগুলো সাজিয়ে রেখেছি অনেককাল ধরে। না পারি নতুন কিছু করতে,না পারি ধ্বংস করতে। নতুন কিছুর জায়গাও নেই আর আমি তো ধ্বংস করতে শিখিনি। আমি তো গড়বো বলেই এঁকেছি এই কাব্যের জগত। কিছু করতেও পারছি না। আসলে ইচ্ছাও নেই। আমি এই নিস্তব্ধ নরক যন্ত্রণায় পড়ে আছি। জানিনা আমার কি চাই। সেই পুরনো জীবনের বারবার ফিরে আসা। নতুন করে ডেকে চলা কিন্তু পিছনে ফিরলে ছায়া ছাড়া কিছুই নেই। কুৎসিত, কদাকার, বিদঘুটে আর অবাস্তব সব অনুভূতি আমার। আমি কি চেয়েছিলাম তা বদলে দিয়েছি আজ। কিন্তু তবুও ফিরে যাই বারবার পিছনে। পঙক্তিমালা, তোদের আর কতকাল জড়িয়ে ধরে আন্দোলিত হবো বল তো? আমাকে বলবি তোদের দু’শব্দের মাঝের ফাঁকা জায়গায় আমার এই শূন্যতার অনুভূতিটুকু কি আঁটকে রাখবি? কোথা থেকে আমার মাঝে আসবে আমার সুন্দর অনুভূতি? আমি কেন এই শূন্যতা নিয়ে হেঁটে চলবো। জীবনটা একটু সুন্দর হতে পারতো। আমি আর শূন্য দৃষ্টিতে কিছু দেখিনা। দেখলেও এই বিশালতা এমনই থাকবে। আমি দিনদিন এমন জড় পদার্থ হয়ে যাচ্ছি কেন?
©somewhere in net ltd.