নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই

ফারজানা৯৯

সারা জীবন শুধু পথের সন্ধানে ছুটে চলেছি আমি, সত্যের সন্ধান আর মেলেনা। পথ অনেক দূরের। মানুষের দেয়া কষ্টগুলো জমিয়ে এখন ভীষণ একলা চলি আমি। অন্যের কাছে আশা করি না। শুধু বিশ্বাস করি নিজের বাবা-মাকে। পৃথিবীর মানুষগুলো শুধু কষ্ট দেয় আমায়। তাই এখন আর অন্যের ওপর ভরসা না করে নিজের যোগ্যতায় এগিয়ে চলা। আসলেই কি যোগ্য আমি। কোথাও কোন বন্ধু নেই। সহযোগীর চেয়ে শত্রু বেশী। যেখানে যাই শত্রু কুড়াই। কর্মক্ষেত্রে, নিজ জীবনে সব জায়গায়। মানুষের মুখ দেখে মানুষ সত্যি চেনা দায়। মানুষ ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলায়। আমি মানুষকে সত্যি বিশ্বাস করতে চাই। কিন্তু বিশ্বাস করা বড়ো দায় হয়ে দাড়ায়। পিছন থেকে ছুরি মারা সদা প্রস্তুত মানুষগুলো বড়ো ভাবায়। একটু আগের সবচেয়ে বড় বন্ধু ক্ষণিকের মাঝে অচেনা হয়ে যায়। সবাই যার যার মতো আখের গোছায়। আর আমি চেয়ে থাকি। নাকি ওরাই ঠিক। আর আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানি না। চোখের পলকে নিজের চেহারা পাল্টাতে পারি না। আমি আসলে বোকার দলে। সময় থেকে পিছিয়ে পড়েছি। আমার মধ্যে আজকাল অবিশ্বাস গুলো আনাগোনা করে। অথচ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।তারপরও মনে হয় আলোর সন্ধান আমি পাবোই।ফারজানা

ফারজানা৯৯ › বিস্তারিত পোস্টঃ

আসিফ মহিউদ্দিন এবং একজন সাধারণ মানুষের কিছু প্রশ্ন

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫

আমি একজন সাধারণ মানুষ। আমি অনেক বড় আর ভালো কথা বলতে জানি না। আমার জ্ঞান অতি সাধারণ। আমার বিচরণও অত্যন্ত ছোট জগতে।



আমার মতো সাধারণ মানুষের মনে আজ কিছু কথা ঘোরাফেরা করছে। বিশ্বজিত কে খুন করার দৃশ্য মিডিয়া সরাসরি ধারণ করে। একটা মানুষও এগিয়ে যায় না বাঁচাতে। ক্যামেরার সামনে একটা লাশ দরকার। এই সরকারের বড় বাড় বেড়েছে। কত বড় সাহস !! বলে হরতাল মোকাবেলা কর !! প্রমাণ করে ছাড়লো যে সরকারি দলের গুন্ডারাই এ জন্য দায়ী। হাতে তালি !!



একজন প্রখ্যাত/ বিখ্যাত/ কুখ্যাত ব্লগারের উপর হামলা হলো। ধরে নিলাম সে খুব খুব খারাপ মানুষ। অন্যের লেখা চুরি করে। অন্যদের ক্রেডিট দেয়না। জুনিয়র ব্লগারদের মানুষই মনে করে না। ব্লা ব্লা এবং ব্লা। একদল দেখলাম, উনার পক্ষে সাফাই গাইছে আর এক দল দেখলাম এই ব্লগারকে মেরে ফেলার সব আয়োজন শেষ করেছে। কুলখানি খেতে যেতে পারেলে তাদের ভালো লাগতো। আমি জানি না, এই ব্লগারকে কোন মৌলবাদী গোষ্টী হত্যা প্রচেষ্টা চালালো কিনা? আমি জানি না, তাকে ছিনতাইকারীরা আক্রমণ করেছিলো কিনা? শুধু জানি, এই ব্লগার একজন মানুষ। মানুষ হিসেবে তারও আছে অন্যান্য মানুষের মতোই সমান অধিকার।



আমার মনে কয়েকটা সাধারণ প্রশ্ন জেগেছে যার উত্তর আমার নিজেকেই খুঁজে বের করতে হবে।



১. আসিফ মহিউদ্দিনকে যে মৌলবাদীরা আঘাত করে নাই এই ব্যাপারে আপনি বা আপনারা নিশ্চিত হলেন কিভাবে? আর তাকে যে ছিনতাইকারীরাই আঘাত করেছে বা আসিফ মহিউদ্দিন নিজেকে নিজে ছুরি মেরেছে এটাই বা কিভাবে বুঝলেন? আপনি বা আপনারা কি সেখানে ছিলেন?



২. আসিফ মহিউদ্দিনের উপর ছিনতাইকারীরা হামলা করেছে, এটা আপনারা কেন প্রমাণ করার চেষ্টা করছেন? নাকি মৌলবাদীরা নয়, আক্রমণকারী আপনারা নিজেরাই? এই কথা গুলো বার বার আউরিয়ে যাচ্ছেন, যেন কোন কবিতা মুখস্ত করছেন। একটা মিথ্যা ২০ বার বললে সেটা আতস্থ হয়ে যায় এবং মনে হয় এটাই সত্যি। আর সত্যিটাই মিথ্যা।



৩. আসিফ মহিউদ্দিন চোর। মানলাম, আপনি নিজের হৃদয়ে হাত রেখে বলেন তো, জীবনে কোনদিন কারো লেখা আপনাকে প্রভাবিত করেনি, যে সেই লেখার পুনরাবৃত্তি করেন নি। অনেক সমালোচকের বইয়ে আমি পড়েছি যে, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গান চুরি করেছেন। কোন সমালোচকের বইয়ে পড়েছিলাম এখন আর মনে নেই। এমনকি অনেক গানের সুরের সাথে বিদেশী গানের সুর মিলে যায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফারসী কবিতায় প্রভাবিত ছিলেন। আমি হবো সকালবেলার পাখি হুবুহু মিলে যায় একটি ফারসী কবিতার সাথে।

তারমানে কিন্তু এই নয় যে, ঐ ব্লগারকে আমি কবি গুরু বা নজরুলের সাথে তুলনা করছি। আমি বলতে চাইছি, উনিতো কোন পি,এইচ.ডি. থিসিস লেখেন নাই যে, চুরি করা যাবে না।



৪. আমাদের সমস্যা কি? এই ব্লগার চুরি করে লিখেও আপনার মতো ভালো ব্লগারের চেয়ে বেশি বিখ্যাত? নাকি সবাই খালি আসিফ আসিফ করে এটা সমস্যা। মানব চরিত্র বোঝা বড় দায়। আমরা কেন নিজেকে হিংসা-বিদ্বেষ এগুলো মন থেকে দূরে সরিয়ে বলি না, আরে এই ঘটনা আমার সাথে ঘটতে পারতো; হোক তা ছিনতাইকারী বা মৌলবাদীরা। মানুষ হিসেবে আমরা কি সমবেদনা প্রকাশ করতে পারি না?



৫. আমার সাংবাদিক ভাইয়েরা এত ভয় পেয়ে গেলো যে, কয়েকটা অনলাইন পত্রিকা ছাড়া এই ঘটনা কোন প্রিন্ট মিডিয়ার পত্রিকাতে ছাপা হলো না!! আসিফ মহিউদ্দিন কি শুধু একজন নাস্তিক ব্লগার? তিনি একজন মানুষ না!! তার এই হামলা কি শুধু মাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা? নাকি আপনাদের ভিতরে মানুষ বলতে কিছু বাস করে না। এর সাথে অবশ্যই কিছু কথা মনে পড়ে, মোহাম্মদ বিড়াল লিখে একটি বিশাল পত্রিকার সম্পাদককে এক জামাতে ইসলামের পা ধরে ক্ষমা চাইতে হয়েছিলো। তাই একজন নাস্তিক ব্লগার যে সাংবাদিকদেরও ছেড়ে কথা বলে না, তার সম্পর্কে কোন খবরই ছাপানো যাবে না।আসিফ মহিউদ্দিনের পরিচয়, সে শুধু একজন নাস্তিক। সে মানুষের শ্রেণীতে পড়ে না। এই ধরনের নাস্তিকরা মরলেই সমাজের মঙ্গল।



৬. আমার মা বলতেন, যে জাতি নিজেদের জাতির পিতাকে স্বীকার করে না, সে জাতিকে কেউ কোনদিন বিশ্বাসই করবেনা। ধরে নিলাম, আসিফ মহিউদ্দিন বলেছেন, যে আওয়ামী লীগের জন্ম কোন একটি প্রাণীর খোয়ারে। তার মতবাদের সাথে আমার মতবাদ মেলেনি, তাই বলে কি তার বিপদের সময়ে আমাদের দাঁত বের করে হাসতে হবে? একটা কাক মরলেও হাজার হাজার কাক এসে হাজির হয়। তারমানে কি আমরা মানুষ হিসেবে কাকের চেয়ে নিম্ন শ্রেনীর প্রাণী?



ফেসবুকে যে এত ষড়যন্ত্র সেটা বুঝলাম গতকাল থেকে আজ পর্যন্ত। আমি সাধারণ মানুষ সাধারণভাবে থাকতে চাই। এত প্রশ্ন করলে কত মানুষের যে চক্ষুশূল হবো কে জানে?



ফারজানা কবীর খান ( স্নিগ্ধা)





মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

গধযনঁন বলেছেন: :) www.mahbub.info.ms

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

কাজী মামুন হোসেন বলেছেন: আমি আসিফের ওপর হামলার ঘোর বিরোধী। যারা হামলা করেছে তাদের বিচার চাই।

লেখক আপনি কি রবিন্দ্রনাথের সাথে আসিফের তুলনা করছেন ? :D X( X((

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

ফারজানা৯৯ বলেছেন: বলেছেন: তারমানে কিন্তু এই নয় যে, ঐ ব্লগারকে আমি কবি গুরু বা নজরুলের সাথে তুলনা করছি। আমি বলতে চাইছি, উনিতো কোন পি,এইচ.ডি. থিসিস লেখেন নাই যে, চুরি করা যাবে না।

** প্লিজ একটু খেয়াল করুন

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

শ্রাবণধারা বলেছেন: আপনার লেখা ভাল লাগলো। আপনি যে অত্যন্ত সুস্থ স্বাভাবিক মানুষ তা আপনার লেখায়, চিন্তায় স্পষ্ট। ভালো থাকবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.