![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা জীবন শুধু পথের সন্ধানে ছুটে চলেছি আমি, সত্যের সন্ধান আর মেলেনা। পথ অনেক দূরের। মানুষের দেয়া কষ্টগুলো জমিয়ে এখন ভীষণ একলা চলি আমি। অন্যের কাছে আশা করি না। শুধু বিশ্বাস করি নিজের বাবা-মাকে। পৃথিবীর মানুষগুলো শুধু কষ্ট দেয় আমায়। তাই এখন আর অন্যের ওপর ভরসা না করে নিজের যোগ্যতায় এগিয়ে চলা। আসলেই কি যোগ্য আমি। কোথাও কোন বন্ধু নেই। সহযোগীর চেয়ে শত্রু বেশী। যেখানে যাই শত্রু কুড়াই। কর্মক্ষেত্রে, নিজ জীবনে সব জায়গায়। মানুষের মুখ দেখে মানুষ সত্যি চেনা দায়। মানুষ ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলায়। আমি মানুষকে সত্যি বিশ্বাস করতে চাই। কিন্তু বিশ্বাস করা বড়ো দায় হয়ে দাড়ায়। পিছন থেকে ছুরি মারা সদা প্রস্তুত মানুষগুলো বড়ো ভাবায়। একটু আগের সবচেয়ে বড় বন্ধু ক্ষণিকের মাঝে অচেনা হয়ে যায়। সবাই যার যার মতো আখের গোছায়। আর আমি চেয়ে থাকি। নাকি ওরাই ঠিক। আর আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানি না। চোখের পলকে নিজের চেহারা পাল্টাতে পারি না। আমি আসলে বোকার দলে। সময় থেকে পিছিয়ে পড়েছি। আমার মধ্যে আজকাল অবিশ্বাস গুলো আনাগোনা করে। অথচ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।তারপরও মনে হয় আলোর সন্ধান আমি পাবোই।ফারজানা
আজ প্রায় এক বছর হতে চললো। বিচার পেলনা সাগর-রুনির পরিবার। রুনির মা যখন কাঁদেন,মেঘ বলে: তুমি কি বাবা-মার জন্য কাঁদছো? বিচারের জন্য আর্তনাদ করছে সাগর-রুনির আত্মা দ্বারে দ্বারে।
আমি সাগর রুনি হত্যার বিচার চাই। বিচার চাই ঐ সব মানুষদের যারা সাগর-রুনিকে নিয়ে জজ মিয়া নাটক সাঁজানোর প্রচেষ্টা চালায়। আমি বিচার চাই, বিচারের নামে প্রহসনের। বিচার চাই এই দুটো মানুষের হত্যাকারী এবং তাদের সহযোগীদের। আমি বিচার চাই, সেই সব নরপশুদের যারা রুনির গায়ে কাদা ছিটায়। আমি বিচার চাই সেইসব মানুষের যারা বলে, সাগর-রুনি তো বেডরুমে খুন হয়েছে। আমি বিচার চাই সেইসব মানুষের যারা মেঘকে ব্যবহার করে খেলা করে।
আমি বিশ্বাস করি, সরকারের সঠিক সহযোগিতা থাকলে খুনীদের সনাক্ত করা সম্ভব ছিলো এবং এখনো তা করা যায়। সরকারের কোন এক বিশেষ দূর্বলতাই সাগর-রুনির হত্যাকারীদের গায়েব হতে সাহায্য করেছে।
আর কতদিন এভাবে অথর্বের মতো বসে থাকতে হবে জানি না। মাঝে মাঝে গলা ছেড়ে চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমরা মানুষরা এত নিষ্ঠুর কেন? নতুন খবরের সঙ্গে কেন ভুলে যাই, এই মানুষ গুলো আমাদের সঙ্গী ছিলো, তাদেরও ছিলো বাঁচার অধিকার।
ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪২
বিডি ফুল বলেছেন: ওরা ৪০ বছর পরের বিচারে বিশ্বাসী! এত নগদ বিচার হলে যে ওরা নিজেরাই দোষী হয়ে যাবে!!!
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৫
বিডি ফুল বলেছেন: ওরা নিজেরা ৪০ বছর পরের বিচারে বিশ্বাসী!
এখন বিচার করলে নিজেরাই জড়িয়ে যাবে যে!!!
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১
খেয়া ঘাট বলেছেন: বড়ই মর্মান্তিক। বড়ই দুঃখজনক। বড়ই হতাশাজনক।
কেমন করে এরকম একটি হত্যাকান্ডের বিচার হচ্ছেনা। এটা কেমন করে সম্ভব।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১১
ধ্বণি বলেছেন: যুদ্ধ অপরাধী দের বিচার এর আগে এই সব বিচার চাই। তখন তো দেশে কোন আইন ছিল না স্বাধীনতাও ছিল না। এখন আইন ও আছে দেশ ও স্বাধীন। তাহলে..... আমরা এখন এই সব অপরাধের বিচার পাই না কেনো। মানুষ কি আছে দেশে....????