নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই

ফারজানা৯৯

সারা জীবন শুধু পথের সন্ধানে ছুটে চলেছি আমি, সত্যের সন্ধান আর মেলেনা। পথ অনেক দূরের। মানুষের দেয়া কষ্টগুলো জমিয়ে এখন ভীষণ একলা চলি আমি। অন্যের কাছে আশা করি না। শুধু বিশ্বাস করি নিজের বাবা-মাকে। পৃথিবীর মানুষগুলো শুধু কষ্ট দেয় আমায়। তাই এখন আর অন্যের ওপর ভরসা না করে নিজের যোগ্যতায় এগিয়ে চলা। আসলেই কি যোগ্য আমি। কোথাও কোন বন্ধু নেই। সহযোগীর চেয়ে শত্রু বেশী। যেখানে যাই শত্রু কুড়াই। কর্মক্ষেত্রে, নিজ জীবনে সব জায়গায়। মানুষের মুখ দেখে মানুষ সত্যি চেনা দায়। মানুষ ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলায়। আমি মানুষকে সত্যি বিশ্বাস করতে চাই। কিন্তু বিশ্বাস করা বড়ো দায় হয়ে দাড়ায়। পিছন থেকে ছুরি মারা সদা প্রস্তুত মানুষগুলো বড়ো ভাবায়। একটু আগের সবচেয়ে বড় বন্ধু ক্ষণিকের মাঝে অচেনা হয়ে যায়। সবাই যার যার মতো আখের গোছায়। আর আমি চেয়ে থাকি। নাকি ওরাই ঠিক। আর আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানি না। চোখের পলকে নিজের চেহারা পাল্টাতে পারি না। আমি আসলে বোকার দলে। সময় থেকে পিছিয়ে পড়েছি। আমার মধ্যে আজকাল অবিশ্বাস গুলো আনাগোনা করে। অথচ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।তারপরও মনে হয় আলোর সন্ধান আমি পাবোই।ফারজানা

ফারজানা৯৯ › বিস্তারিত পোস্টঃ

জন্ম থেকেই জ্বলছি মাগো

১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৮





নারায়ণগঞ্জের কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ১০ দিনেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি।



খুব অবাক হচ্ছেন কি? আমি অবাক হচ্ছিনা। কারন, আমি জেনে গেছি যে দেশে যুদ্ধাপরাধীদের বিচার হতে দেশ স্বাধীন হওয়ার ৪২ বছর চলে যায় আর তা নিয়ে ভোটের রাজনীতি চলে সেই দেশে আর যাই হোক, ত্বকী হত্যার বিচার হবেনা।







আজ সাগর-রুনী হত্যাকান্ডের ৪০২ তম দিন। তদন্তের নামে চলছে প্রহসন।



খুব অবাক হচ্ছেন কি? আমি অবাক হচ্ছিনা। কারন, আমি জেনে গেছি যে দেশে যুদ্ধাপরাধীদের বিচার হতে দেশ স্বাধীন হওয়ার ৪২ বছর চলে যায় আর তা নিয়ে ভোটের রাজনীতি চলে সেই দেশে আর যাই হোক, সাগর-রুনী হত্যার বিচার হবে না।



আমি বুঝতে পারি কেন গ্রেফতার হয়না শামীম ওসমান আর সাগর-রুনীর আসল খুনীরা। আমি তো আমার দেশকে জন্ম থেকে চিনি। তাই জন্ম থেকেই জ্বলছি মাগো।



আমি তো দেশে নাই, বিদেশে বসে বুঝবো কিভাবে দেশে কি হচ্ছে?

রক্ত আর শিকড়ের ডাক মানুষ আমৃত্যু শুনে চলে, তাই হাজার মাইল দূরে থেকে ঠিকই নিজের মাটির সোঁদা গন্ধ নাকে পায় আর অন্তরে রক্ত ঝরে। যতই দূরে থাকুক না সে ভালবাসে তার দেশকে, মাটিকে। মৃত্যুর আগ পর্যন্ত সে তার জননীর মঙ্গল কামনা করে।



ফারজানা কবীর খান (স্নিগ্ধা)

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বিচার চাই।

২| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৫

বাঘা তেঁতুল বলেছেন: যে দেশে যুদ্ধাপরাধীদের বিচার হতে দেশ স্বাধীন হওয়ার ৪২ বছর চলে যায় আর তা নিয়ে ভোটের রাজনীতি চলে সেই দেশে আর যাই হোক, সাগর-রুনী হত্যার বিচার হবে না।

৩| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৪

তথই বলেছেন: অপেক্ষা করেন , জজমিয়াকে এখনও পাওয়া যায় নাই , পাওয়া গেলেই বিচার হবে X( X( X(

৪| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৪

টুরিস্ট আশরাফুল বলেছেন: এই পোলাডারে মারনের পর কয়েকদিন মিডিয়া খুব লাফাইছিল,ত্বকিরে নাকি জামাত শিবির মারছে !!আওমি সুশীলরা তো পুরাই আনন্দে পার্টি দিবার লাগছে !!

মাঝ দিয়া আইভি আর ত্বকির বাপে মুখ খুইল্লা দিল !!

লেটা চুটলো !!সেই উসমানে নাকি কামডা সাইরা লাইছে !!
আর জামাত শিবিরের ইমেজ আরও হাই হইল !!

হায়রে মিডিয়া তোরা কবে মানুষ হবি !! X(( X(( X(( X((

৫| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৭

আন্দোলন বলেছেন: বিচার চাই, চেয়ে যাবো। একদিন না একদিন পাবো ই পাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.