নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই

ফারজানা৯৯

সারা জীবন শুধু পথের সন্ধানে ছুটে চলেছি আমি, সত্যের সন্ধান আর মেলেনা। পথ অনেক দূরের। মানুষের দেয়া কষ্টগুলো জমিয়ে এখন ভীষণ একলা চলি আমি। অন্যের কাছে আশা করি না। শুধু বিশ্বাস করি নিজের বাবা-মাকে। পৃথিবীর মানুষগুলো শুধু কষ্ট দেয় আমায়। তাই এখন আর অন্যের ওপর ভরসা না করে নিজের যোগ্যতায় এগিয়ে চলা। আসলেই কি যোগ্য আমি। কোথাও কোন বন্ধু নেই। সহযোগীর চেয়ে শত্রু বেশী। যেখানে যাই শত্রু কুড়াই। কর্মক্ষেত্রে, নিজ জীবনে সব জায়গায়। মানুষের মুখ দেখে মানুষ সত্যি চেনা দায়। মানুষ ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলায়। আমি মানুষকে সত্যি বিশ্বাস করতে চাই। কিন্তু বিশ্বাস করা বড়ো দায় হয়ে দাড়ায়। পিছন থেকে ছুরি মারা সদা প্রস্তুত মানুষগুলো বড়ো ভাবায়। একটু আগের সবচেয়ে বড় বন্ধু ক্ষণিকের মাঝে অচেনা হয়ে যায়। সবাই যার যার মতো আখের গোছায়। আর আমি চেয়ে থাকি। নাকি ওরাই ঠিক। আর আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানি না। চোখের পলকে নিজের চেহারা পাল্টাতে পারি না। আমি আসলে বোকার দলে। সময় থেকে পিছিয়ে পড়েছি। আমার মধ্যে আজকাল অবিশ্বাস গুলো আনাগোনা করে। অথচ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।তারপরও মনে হয় আলোর সন্ধান আমি পাবোই।ফারজানা

ফারজানা৯৯ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন দেখা ঘুড়ি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

একটা ঘুড়ি সুতো কেটে

কোথায় যেন পালিয়ে যাচ্ছে

লাটাইয়ের গন্ডি ছেড়ে

দূরে বহু দূরে।।



ঘুড়িটা ঘুরতে ঘুরতে

নীল আকাশে উড়তে উড়তে

এক ঝাক কবুতরের উড়ে যাওয়া দেখে,

কখনো ঘুড়িকে পাশ কাটিয়েচলে যায় যন্ত্র দানব,

মেঘের কোলে শুয়ে শুয়ে পাখা মেলার স্বপ্ন দেখে

স্বপ্নে আবার পরীর দেশে তারার সঙ্গে গল্প বলে।।



ঘুড়িটা আজ ছুটে যাচ্ছে

ছুটতে ছুটতে লাল ঘুড়িটা

পড়ল আমার পায়ের কাছে

জড়িয়ে ধরে বললো আমায়

লুকিয়ে ফেলো ঝোলার মাঝে

পাছে কেউ দেখে ফেলে

আবার বাঁধে লাটাই খাঁজে।।



বললাম শোনো ওগো ঘুড়ি

ছোট্ট খোকার লাটাই মাঝেতোমার সুখের স্বপ্ন সাঁজে

পালিয়ে তুমি বাঁচবে না গো এর চেয়ে বরং ফিরে যাও

নীল মেঘের মাঝে

আবার যদি হৃদয় কাঁদে, তখন ফিরো আমার কাছে

আজ যে বড় ব্যস্ত আমি

খেলার সময় নেই যে আর

সন্ধ্যে বেলায় না ফিরলে বাড়ি

মা আমায় বকবে যে।।



এই কথাটা শুনে ঘুড়ি

বললো আড়ি, ফিরবো না আর তোমার কাছে

পালিয়ে গেল কোথায় আবার

খুঁজে আর পাই না তারে।।



ঘুড়িরা বুঝি এমনি হয়

ভীষণ ভীষণ অভিমানী স্বপ্ন দেখে উড়ে চলে

এক বুক অভিমানে লাটাই ছিড়ে ঘুরে পরে

কোন অজানায় জানে না তাহয়তো বা দিগন্ত পেরিয়ে

ছোট্ট এক খুকির কাছে।।



ফারজানা কবীর খান (স্নিগ্ধা)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

বোকামন বলেছেন:
ভালো লাগলো স্বপ্ন দেখা ঘুড়ির গল্প পড়ে
শুভকামনা রইলো।।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪

ফারজানা৯৯ বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬

রাতুল_শাহ বলেছেন: ভাল

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪

ফারজানা৯৯ বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

সপ্নাতুর আহসান বলেছেন: বাহ, সুন্দর কবিতা
ঘুড়িরা বুঝি এমনি হয়
ভীষণ ভীষণ অভিমানী স্বপ্ন দেখে উড়ে চলে
এক বুক অভিমানে লাটাই ছিড়ে ঘুরে পরে
কোন অজানায়

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫

ফারজানা৯৯ বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

সপ্নাতুর আহসান বলেছেন: ঘুড়িরা বুঝি এমনি হয়
ভীষণ ভীষণ অভিমানী স্বপ্ন দেখে উড়ে চলে
এক বুক অভিমানে লাটাই ছিড়ে ঘুরে পরে
কোন অজানায়

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫

ফারজানা৯৯ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.