![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা জীবন শুধু পথের সন্ধানে ছুটে চলেছি আমি, সত্যের সন্ধান আর মেলেনা। পথ অনেক দূরের। মানুষের দেয়া কষ্টগুলো জমিয়ে এখন ভীষণ একলা চলি আমি। অন্যের কাছে আশা করি না। শুধু বিশ্বাস করি নিজের বাবা-মাকে। পৃথিবীর মানুষগুলো শুধু কষ্ট দেয় আমায়। তাই এখন আর অন্যের ওপর ভরসা না করে নিজের যোগ্যতায় এগিয়ে চলা। আসলেই কি যোগ্য আমি। কোথাও কোন বন্ধু নেই। সহযোগীর চেয়ে শত্রু বেশী। যেখানে যাই শত্রু কুড়াই। কর্মক্ষেত্রে, নিজ জীবনে সব জায়গায়। মানুষের মুখ দেখে মানুষ সত্যি চেনা দায়। মানুষ ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলায়। আমি মানুষকে সত্যি বিশ্বাস করতে চাই। কিন্তু বিশ্বাস করা বড়ো দায় হয়ে দাড়ায়। পিছন থেকে ছুরি মারা সদা প্রস্তুত মানুষগুলো বড়ো ভাবায়। একটু আগের সবচেয়ে বড় বন্ধু ক্ষণিকের মাঝে অচেনা হয়ে যায়। সবাই যার যার মতো আখের গোছায়। আর আমি চেয়ে থাকি। নাকি ওরাই ঠিক। আর আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানি না। চোখের পলকে নিজের চেহারা পাল্টাতে পারি না। আমি আসলে বোকার দলে। সময় থেকে পিছিয়ে পড়েছি। আমার মধ্যে আজকাল অবিশ্বাস গুলো আনাগোনা করে। অথচ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।তারপরও মনে হয় আলোর সন্ধান আমি পাবোই।ফারজানা
নিকষ কালো মেঘে ঢাকা পথে
কত বেলা কেটে যেত শুধু
অন্ধকারের নিজের অস্তিত্বের লড়াইয়ের মাঝে,
কষ্টরা ভিড় করে কেড়ে নিতো
সবটুকু সুখ বোধের অনুভতি ।।
মাঝরাতে যখন ঘুম ভেঙ্গে যেত
টের পেত পুরো বাড়িটা যেন
শ্মশানের নীরবতার অনুসরন করে,
এক চিলতে আলোর আর শব্দের খোঁজে
জীবন যেন বিষাদ এর ভেলা ।।
আলো এলো অমলের বেশে
তবে অনেক দেরীতে
মেঘ গুলোকে দূরে সরিয়ে,
নিজের নিয়মে জায়গা করে নিল সে
গৃহবধুর দিঘীর নীচে লুকানো সিন্দুকে।।
তারপর হৃদয়ে আলতা মেখে ফড়িং ওড়ে
বৃষ্টির টাপুর টুপুর শোনা যায় টিনের চালে
বৃষ্টি পড়ে মাকরশাদের গায়,
উইপোকারা চারুলতার বুকের ভেতরে
বসে স্বপ্ন বাড়ি যায়।।
মন-ভাঙ্গা ঘরে রোদেলা দিন
সুখ কি আর গায়ে সয় চারুলতার ?
আকাশ বেয়ে নেমে এল শ্রাবণ ধারা,
বৃষ্টি যেন ঝড়ে পরিণত হল
সুখ গুলো ভেসে গেল রূপনদীতে।।
চারুলতা এখন একাই থাকে
অমল তার সুখস্মৃতি
রূপনদীতে একা একা
ভেলায় ভাসিয়ে ভেসে বেড়ায় নারী,
জলে ডুবে নোনা পানির জোয়ারে ভেসে যায়
সুখে দুঃখে গড়া চারুর সংসার ।।
ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
ফারজানা৯৯ বলেছেন: চারুলতা মানেই তো দা লোনলী হাউজ ওয়াইফ
২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওহ কি যে বিষাদ মাহা চরন , প্রতিটি পংক্তি হৃদয় ছুয়ে যায়।ভাল লাগা রইল।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
ফারজানা৯৯ বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওহ কি যে বিষাদ মাহা চরন , প্রতিটি পংক্তি হৃদয় ছুয়ে যায়।ভাল লাগা রইল।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওহ কি বিষাদ কবিতা, প্রতিটি পংক্তিই হৃদয় ছুয়ে যায়।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২০
ফয়সাল মাহাদী বলেছেন: এতো দেখছি বেদনার মহাসমুদ্র