![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা জীবন শুধু পথের সন্ধানে ছুটে চলেছি আমি, সত্যের সন্ধান আর মেলেনা। পথ অনেক দূরের। মানুষের দেয়া কষ্টগুলো জমিয়ে এখন ভীষণ একলা চলি আমি। অন্যের কাছে আশা করি না। শুধু বিশ্বাস করি নিজের বাবা-মাকে। পৃথিবীর মানুষগুলো শুধু কষ্ট দেয় আমায়। তাই এখন আর অন্যের ওপর ভরসা না করে নিজের যোগ্যতায় এগিয়ে চলা। আসলেই কি যোগ্য আমি। কোথাও কোন বন্ধু নেই। সহযোগীর চেয়ে শত্রু বেশী। যেখানে যাই শত্রু কুড়াই। কর্মক্ষেত্রে, নিজ জীবনে সব জায়গায়। মানুষের মুখ দেখে মানুষ সত্যি চেনা দায়। মানুষ ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলায়। আমি মানুষকে সত্যি বিশ্বাস করতে চাই। কিন্তু বিশ্বাস করা বড়ো দায় হয়ে দাড়ায়। পিছন থেকে ছুরি মারা সদা প্রস্তুত মানুষগুলো বড়ো ভাবায়। একটু আগের সবচেয়ে বড় বন্ধু ক্ষণিকের মাঝে অচেনা হয়ে যায়। সবাই যার যার মতো আখের গোছায়। আর আমি চেয়ে থাকি। নাকি ওরাই ঠিক। আর আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানি না। চোখের পলকে নিজের চেহারা পাল্টাতে পারি না। আমি আসলে বোকার দলে। সময় থেকে পিছিয়ে পড়েছি। আমার মধ্যে আজকাল অবিশ্বাস গুলো আনাগোনা করে। অথচ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।তারপরও মনে হয় আলোর সন্ধান আমি পাবোই।ফারজানা
(প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে উৎসর্গ করলাম)
নিষ্ঠুর এই শহরের বিভৎস নিয়ন আলোয়
নির্জন এক রক্তের বানে ভাসা ঘরে
একটা পুরনো চেরাগের পাশে
লুকিয়ে থাকা এক জ্বীনের খোঁজে
একটি শিশু দাঁড়িয়ে আছে।
চোখে মুখে তার হাজারো প্রশ্ন
উত্তর দেবার কেউ নেই।
তাই আজ প্রদীপের জ্বীনকে
খুঁজে বের করতেই হবে।
কি দোষে, কোন অভিশাপে
আজ সে অসহায়, একা
তার পায়ের পাশে বাবা মায়ের
রক্ত বয়ে যায়, পড়ে আছে প্রাণহীন দুটো নির্জীব লাশ।
কি করবে সে? কাকে বলবে?
কেউ কি আছে যে সব প্রশ্নের উত্তর দিবে?
কেন তাকেই বহন করতে হলো
বাবা-মাকে হারানোর অসীম যন্ত্রণা
যেদিকে চোখ যায়
ধূ ধূ অন্ধকার দেখে সে।
অক্লান্ত ভাবে বারবার ঘষে চলে পুরোনো চেরাগটিকে
ওগো জাদুর চেরাগের জ্বীন একবার জাগো
একবার বলো কেন ?
সামনে আসতে হবে না,
ঐ চেরাগের ভেতরে লুকিয়ে
ফিসফিস করে একবার শুধু বলো,
আমাকে যারা এই পৃথিবীর
সবচেয়ে বড় অধিকার থেকে বঞ্চিত করলো
তারা কারা?
বাড়ি, গাড়ি, টাকা চাই না আমি
চাই না কোন দূর্লভ ভিডিও গেমস।
কোনদিন কোন খেলনা চাইবো না আর
শুধু জানতে চাই এই পৃথিবীর আলো
যে মানুষ দুটোর কারনে দেখতে পেলাম
তাদের কেন পশুর মতো খুন করা হলো?
কেন আমার এই জীবনকে অনির্দেশ্যের
ঘুটঘুটে অন্ধকার কুপে ঠেলে দেয়া হলো?
কোন ভয়াল কালো থাবার গ্রাসে
কার একান্ত ব্যাক্তিগত স্বার্থের হিংস্র ছোবলে
আমি আজ মানুষের প্রতি বিশ্বাস হারালাম?
ওগো জাদুর চেরাগের জ্বীন একবার জাগো
একবার বলো কেন ?
সামনে আসতে হবে না,
ঐ চেরাগের ভেতরে লুকিয়ে
ফিসফিস করে একবার শুধু বলো,
কে বা কারা? কেন, কেন, কেন?
ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪
ফারজানা৯৯ বলেছেন: জানি না, কেউ জানবেও না
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
শাহরিয়ার নীল বলেছেন: হম
৩| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৮
িনর্বাক বলেছেন: হুম............ভালো
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু জানতে চাই এই পৃথিবীর আলো
যে মানুষ দুটোর কারনে দেখতে পেলাম
তাদের কেন পশুর মতো খুন করা হলো?
কেন আমার এই জীবনকে অনির্দেশ্যের
ঘুটঘুটে অন্ধকার কুপে ঠেলে দেয়া হলো?